বিবাহ বার্ষিকীতে রেড ভলান্টিয়ারদের পাশে শিক্ষক দম্পতি

0
73

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ

করোনার দ্বিতীয় ঢেউয়ের দাপটে এখনো কাঁপছে গোটা দেশ। এই সময়ে বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে গোটা বাংলা জুড়ে দিনরাত ছুটে বেড়াচ্ছেন বামপন্থী ছাত্রযুবদের নেতৃত্বাধীন রেড ভলান্টিয়ার্সরা।রেড ভলেন্টিয়ারদের পাশে দাঁড়াতে এগিয়ে আসছেন শুভানুধ্যায়ীরা। বুধবার নিজেদের বিবাহ বার্ষিকীর দিন রেড ভলান্টিয়ারদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এক শিক্ষক দম্পতি।

check provide | ndewsfront.co
নিজস্ব চিত্র
teacher couple helped red volunteers | newsfront.co
নিজস্ব চিত্র

মেদিনীপুর শহর সংলগ্ন তলকুই-এর বাসিন্দা মেদিনীপুর সদরের চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক সুমন সামন্ত ও তাঁর স্ত্রী পাহাড়ীপুর গার্লস হাইস্কুলের শিক্ষিকা সুনীতা সামন্ত’র পঞ্চদশ বিবাহ বার্ষিকী ছিল বুধবার। এদিন সকালে তাঁরা মেদিনীপুর শহরের রেড ভলান্টিয়ারদের হাতে কোভিডের বিরুদ্ধে লড়াইয়ের প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী কেনার জন্য তিন হাজার টাকার চেক তুলে দিলেন।রেড ভলান্টিয়ারদের পক্ষ থেকে শিক্ষক দম্পতিকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানানো হয়। ভলান্টিয়ারদের পক্ষে উপস্থিত ছিলেন সুব্রত চক্রবর্তী, মানস প্রামাণিক, মৃণাভ শুর, কৌশিক চক্রবর্তী প্রমুখ।

suman samanta and his wife | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বজ্রাঘাতে মৃত ব্যক্তির পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন সাংসদ খলিলুর রহমান

উল্লেখ্য, করোনার প্রথম ঢেউয়েও লকডাউনের সময় বাম ছাত্র-যুবদের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন এই দম্পতি। পাশাপাশি কিছুদিন আগে স্বেচ্ছাসেবী সংগঠন মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে ইয়াস দুর্গত মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন শিক্ষক সুমন সামন্ত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here