মোহনা বিশ্বাস, স্পোর্টস ডেস্কঃ
টোকিও অলিম্পিক্সের পর এবার প্যারালিম্পিক্সেও জ্যাভলিনে বড় সাফল্য ভারতের। সোমবার টোকিও প্যারালিম্পিকে ছেলেদের এফ-৬৪ বিভাগে হরিয়ানার ছেলে সুমিত আন্তিল জিতলেন সোনা। এদিন সকালে অবনী লেখরার সৌজন্যে শ্যুটিং থেকে সোনা এসেছে ভারতের ঝুলিতে, বিকেলে সুমিতের হাত ধরে দ্বিতীয় সোনা এল দেশে। টোকিও প্যারালিম্পিকে সুমিতের শেষ বর্শা বিঁধেছে ৬৮.৫৫ মিটার দূরত্বে।
ফাইনালের মঞ্চে এক নয়, দুই নয়, তিন-তিনবার বিশ্ব রেকর্ড গড়লেন এবং কয়েক মিনিটের ব্যবধানে দুর্দান্ত পারফরমেন্স করে সেই তিন রেকর্ডও ভেঙে ফেললেন সুমিত। ছেলেদের এফ-৬৪ বিভাগের ফাইনালে প্রথম প্রচেষ্টায় ৬৬.৯৫ মিটার জ্যাভলিন ছুঁড়ে শীর্ষে থেকেই প্রথম রাউন্ড শেষ করেন সুমিত। এবং, সেখানেই তিনি নিজের করা বিশ্ব রেকর্ড ভেঙে ফেলেন। দ্বিতীয় থ্রো ছাপিয়ে যায় প্রথমটিকেও। দ্বিতীয় প্রচেষ্টায় ৬৮.০৮ মিটার দূরত্বে বর্শা ছুঁড়ে তিনি ফের নিজের করা বিশ্ব রেকর্ড ভাঙেন।
#TokyoParalympics, Men's Javelin Throw: Sumit Antil wins gold (Sport Class F64) with World Record throw of 68.55m pic.twitter.com/fQqBgevgHZ
— ANI (@ANI) August 30, 2021
এরপর তিনি তৃতীয় ও চতুর্থ থ্রো-তে বর্শা ছোঁড়েন যথাক্রমে ৬৫.২৭ এবং ৬৬.৭১ মিটার। পঞ্চম প্রচেষ্টায় ৬৮.৫৫ মিটার থ্রো করে তাক লাগিয়ে দেন তিনি। আর সেইসময়ই ফের নিজের করা বিশ্ব রেকর্ড তৃতীয় বারের জন্য ভাঙেন সুমিত। এটাই প্যারালিম্পিকে সর্বকালের দীর্ঘতম থ্রো। পঞ্চম থ্রো-র ফলেই জয়ী হন তিনি। ভারতের ঘরে এনে দেন সোনা।
আরও পড়ুনঃ প্যারালিম্পিক্সে জ্যাভলিনে জোড়া পদক ভারতের ঝুলিতে, দেবেন্দ্র জিতলেন রুপো, সুন্দর আনল ব্রোঞ্জ
সুমিত আন্তিলের সাফল্যে উচ্ছ্বসিত দেশবাসী। তাঁর জয়ের শুভেচ্ছায় উপচে পড়ছে সোশ্যাল ওয়াল। টুইট করে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলেই। টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, “প্যারালিম্পিকে আমাদের অ্যাথলিটরা এক্কেবারে জ্বলজ্বল করছেন। সুমিত আন্তিলের রেকর্ড-ভাঙা পারফরম্যান্সে গোটা দেশ গর্বিত। সোনা জেতার জন্য সুমিতকে অনেক অভিনন্দন। আগামীর জন্য অগ্রিম শুভেচ্ছা রইল।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584