রোহিতের দায়িত্বহীন শটে ক্ষুব্ধ গাভাসকার, অনুতপ্ত নন হিটম্যান

0
71

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

সেট হয়ে যাওয়ার পরে আউট। সিডনির পর ব্রিসবেনেও খারাপ শট খেলে উইকেট ছুঁড়ে দিয়ে এলেন ভারতের সহ অধিনায়ক রোহিত শর্মা। তাঁর আউট হওয়ার এই ধরন দেখেই রেগে গেলেন সুনীল গাভাসকার।

cricketers | newsfront.co

অস্ট্রেলিয়া ৩৬৯ রানের জবাবে হিটম্যানের ইনিংসে এগোচ্ছিল টিম ইন্ডিয়া তবে ৭৪ বলে ৪৪ রান করে আউট হন ভারতীয় ওপেনার। গাভাস কার বলেন, “কেন? অবিস্মরণীয় শট। দায়িত্বজ্ঞানহীন শট। লংয়ে ফিল্ডার রয়েছে, স্কোয়ার লেগে ফিল্ডার রয়েছে। তার পরেও এমন শট! একজন দায়িত্ব শীল ব্যাটসম্যানের থেকে এটা প্রত্যাশিত নয় ।’

আরও পড়ুনঃ অসমের বিরুদ্ধে ছন্দ পতন, হার টিম বেঙ্গলের

এরপর তিনি বলেন, “দুটো বল আগেই ও চার মেরেছে। তারপর এমন শট কেন মারবে? তুমি দলের অভিজ্ঞ ব্যাটসম্যান, কোনও অজুহাতের মানে হয় না। এমন শটের জন্য কোনও অজুহাত নয়। উইকেটটা উপহার দিয়ে এল রোহিত।“ ওই শটটি মারার পরেই দেখা যায় রোহিত খোঁড়াচ্ছেন।

তবে অনুতপ্ত নন রোহিত। তিনি জানান, “আমি অনুশোচনা করতে রাজি নই। আমি ঠিক জায়গাতেই পৌঁছে গিয়েছিলাম। কানেক্ট হয়নি ঠিক ভাবে। ডিপ স্কোয়ার লেগ এবং লং অনের মাঝে মারতে গিয়েছিলাম। পিচে বাউন্স ছিল, বল ব্যাটে আসছিল। এমনই তো ভালবাসি আমি। ব্যাট করতে নেমে কয়েক ওভার দেখার পর কিছু অ্যাডজাস্টমেন্ট করে নিয়েছিলাম। কিন্তু তারপর এই আউট খুবই দুর্ভাগ্যজনক। ক্রিকেটে এমন জিনিস হতেই পারে। ছয় হলে কেউ কিছু বলতো না।“

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here