নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
ব্যাটসম্যানরা সুও রানী ও বোলাররা দুও রানী ক্রিকেটে। আর টি টোয়েন্টি ক্রিকেটে ব্যাপারটা দারুন ভাবে চলমান। তাই টি টোয়েন্টি ক্রিকেটে বোলারদের জন্য বাড়তি সুবিধা চাইছেন সুনীল মনোহর গাভাসকার। তার মতে টেস্টের মত ওভার পিছু অন্তত দু’টো করে বাউন্সার চালু করা উচিত।
সুনীল জানান,”টি-টোয়েন্টি যে দারুণ জনপ্রিয় তাতে আমি একমত। আমার মতে, খুব বেশি বদলের প্রয়োজন নেই। তবে ফর্ম্যাটটা ব্যাটসম্যানদের বাড়তি সুবিধা দিয়ে থাকে। তাই যদিও ফাস্ট বোলারদের ওভার পিছু দু’টো বাউন্সার দেওয়ার অনুমতি দেওয়া হোক। বাউন্ডারিটাও আরও বাড়ানো হোক তাহলে লড়াইটা জমবে আরও বেশি।”
আরও পড়ুনঃ সিএসকের কিছু প্লেয়ারের কাছে দলটা সরকারি চাকরি বললেন সেহওয়াগ
তিনি আরও বলেন, “একই সঙ্গে প্রথম তিন ওভারে যদি কোনও বোলার উইকেট নেয়, তাকে বাড়তি একটা ওভার দেওয়া হোক। তাহলে টি টোয়েন্টি আরও জনপ্রিয় হবে।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584