রাহানের প্রশংসা করলে সবাই বলবে মুম্বইয়ের ছেলে বলে ওর হয়ে কথা বলছিঃ গাভাসকার

0
79

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

দুর্দান্ত কামব্যাক। প্রথম টেস্টের ধাক্কা সামলে দ্বিতীয় টেস্টে দারুণভাবে ফিরে আসে টিম ইন্ডিয়া। মেলবোর্নে শনিবার বক্সিং-ডে টেস্টের প্রথম দিনেই অস্ট্রেলিয়ার ১০ উইকেট ফেলে তাঁদের চাপের রাখে অজিঙ্ক রাহানের টিম ইন্ডিয়া। তারপর মুম্বইকর রাহানের প্রশংসা করেন সুনীল গাভাসকার। একই সঙ্গে বিরাট কোহলিকে খোঁচাও দিলেন। গাভাসকার বলেন, “রাহানের প্রশংসা করলে তো সকলে বলবে ও মুম্বইকর বলে ওর হয়ে গলা ফাটাচ্ছি। আর ওর প্রশংসা করছি।“

Sunil Gavaskar | newsfront.co

আরও পড়ুনঃ প্রয়াত ডিন জোন্সকে শ্রদ্ধা জানানো হল মেলবোর্নে

ভারত অধিনায়ক বিরাট কোহালি পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে আসায় দলের দায়িত্ব এখন রাহানের কাঁধে। তবে দ্বিতীয় টেস্টের প্রথম দিন রাহানের ফিল্ডিং সাজানো, বা বোলার পরিবর্তন নিয়ে সানি বলেন, “এক্ষুনি বলা যাবে না রাহানে দারুণ অধিনায়ক। তবে প্রশংসা করলে সবাই বলবে মুম্বইয়ের ছেলে, তাই আমি প্রশংসা করছি। সবে শুরু তাই এখনই কিছু বলব না।“

আরও পড়ুনঃ ভারতের আগুনের বোলিংয়ে প্রথম দিনের শেষে চাপে অজিরা

এরপর গাভাসকার জানান, “আমার সবচেয়ে ভালো লেগেছে ও বোলারদের সঙ্গে কথা বলে ফিলন্ডিং সাজিয়েছে আর বোলাররা সেই অনুযায়ী বল করেছে।“ প্রসঙ্গত বিরাট কোহলির দেশে ফেরা যেমন সমর্থন করেননি তেমনই গাভাসকার রাহানের নেতৃত্বের ওপর ভরসা রেখে তিনি জানিয়েছিলেন যতবার সুযোগ পেয়েছিলেন ততবার নিজেকে প্রমান করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here