নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
কিছু দিন আগে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসের হোসেন বলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় দলে আগ্রাসন এনেছেন। কিন্তু সেই তত্ত্ব মানতে নারাজ সুনীল মনোহর গাভাসকার। তিনি তাঁর কলমে এক সংবাদপত্র তে লেখেন, “নাসের হুসেন বলেছে যে সকালে বিপক্ষ ক্রিকেটারদের উইশ করত ভারতীয় দল। হাসতও। একবার এই ধারণার কথা ভাবুন। ‘নাইস’ হওয়ার মানে যেন দুর্বল। যত ক্ষণ না পর্যন্ত বিপক্ষের মুখের উপর কিছু বলা হচ্ছে, তুমি টাফ নও।
নাসের কি বোঝাতে চাইছে যে সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, বীরেন্দ্র সহবাগ, ভিভিএস লক্ষ্মণ, অনিল কুম্বলে, হরভজন সিংহরা কেউ টাফ ছিল না? যেহেতু ওরা বুক চাপড়ায়নি, বিড়বিড় করেনি, চেঁচায়নি, অশালীন ভাবে হাত ছোড়েনি, তাই ওরা দুর্বল?
আরও পড়ুনঃ ইস্টবেঙ্গলকে আইএসএলে চাইছেন পার্থ জিন্দাল
আর নাসের কী করে জানবে সত্তর ও আশির দশকে ভারতীয় দলের টাফনেসের কথা? কী করে জানবে সেই দল ঘরের মতো বিদেশেও সাফল্য পেয়েছিল? সেটা না জেনে ও কী ভাবে মন্তব্য করল? হ্যাঁ, সৌরভ অবশ্যই দারুণ ক্যাপ্টেন। ভারতীয় ক্রিকেটের সবচেয়ে কঠিন সময়ে ও দায়িত্ব নিয়েছিল। কিন্তু তার আগের দলগুলো টাফ ছিল না, এই কথা আমি মানতে পারবো না।
আরও পড়ুনঃ আইএসএল ডার্বির জন্য মুখিয়ে ব্যারেটো
প্রসঙ্গত গত নভেম্বর মাসে ইডেনে দিন রাতের টেস্ট জিতে ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেছিলেন, সৌরভ ভারতীয় দলে যে আগ্রাসন এনেছিল সেই জেতার ধারা তার দল বয়ে নিয়ে যাচ্ছে। তার উত্তরে গাভাসকার তখন বলেন, বিরাট হয়তো ভেবেছে ভারতীয় ক্রিকেট ২০০০ সাল থেকে শুরু হয়। আশির দশকে যে তারা বিদেশের মাঠে জিততো সেটা জানা নেই বিরাট কোহলির। আর সৌরভ যেহেতু বিসিসিআই সভাপতি তাকে খুশি করতেই এমন কথা বলছেন তিনি। এখন দেখার সৌরভ ও গাভাসকারের সম্পর্ক এর পরে ঠিক থাকে কিনা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584