অশ্বিনের সীমিত ওভারের দলে ঢোকার সম্ভবনা দেখছেন না গাভাসকার

0
63

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

sunil gavaskar | newsfront.co

২০১৭ সালে ভারতের হয়ে শেষ বার সীমিত ওভারের ক্রিকেটে খেলেন রবি চন্দ্র অশ্বিন। এরপর আর সুযোগ হয় নি, এই মুহূর্তে ভারতের সেরা অল রাউন্ডারের। টেস্টে বল ও ব্যাট হাতে ভারতকে ক্রমাগত ম্যাচ জেতানো অশ্বিন এখনও স্বপ্ন দেখছেন রঙিন জার্সি গায়ে চাপানোর। তবে এই তামিল স্পিনারের দলে ঢোকার সম্ভবনা দেখছেন না সুনীল গাভাসকার।

এক সাক্ষাৎকারে তিনি জানান,”এই মুহূর্তে সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় জাতীয় দলে অশ্বিনের ফেরা অসম্ভব। সাত নম্বরে হার্দিক পান্ডিয়ার মতো অলরাউন্ডার রয়েছে। রবীন্দ্র জাদেজাও আছে। স্পিনার হিসেবে চাহাল ভালো করছে তাই ফলেওর জন্য স্লট নেই। এটা দুর্ভাগ্য হলেও স্বীকার করতে দ্বিধা নেই।“

আরও পড়ুনঃ খেতাব জিতে চোট নিয়ে চিন্তায় জোকার

এরপরই সানি বলেন, “টেস্ট ক্রিকেটে এখনও হেসেখেলে ছয় বছর খেলতে পারে ও। আর এখনও ভারতকে অনেক ম্যাচ জিতিয়ে অনেক রেকর্ডই ভেঙে দিতে পারে সেটা আমি বিশ্বাস করি।“ ভারতের হয়ে অশ্বিন ১১১টি ওয়ান-ডে খেলে ১৫০টি উইকেট নিয়েছেন। ৪৬টি টি-২০ খেলে ৫২টি উইকেট নেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here