নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
যতই সবাই সৌরভকে আইসিসি সভাপতি চান না কেন সুনীল গাভাসকার চাইছেন সৌরভকে ভারতীয় বোর্ডের দরকার। ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত। এক সৌরভরা তাঁদের মেয়াদ বৃদ্ধির জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছেন।
সেই বিষয়ে গাভাসকার বলেন ‘দেশের সর্বোচ্চ আদালতে ক্রিকেটের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ মামলা নিশ্চয়ই আছে। কিন্তু ভারতীয় ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে এই রায়ের দিকে তাকিয়ে আছে। ব্যক্তিগত ভাবে আমি সৌরভ ও তার দলকে ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত কাজ চালিয়ে যেতে দেখতে চাই। এবার দেখা যাক আদালতে কী হয়।
আরও পড়ুনঃ আইসিসি চেয়ারম্যান হিসেবে সৌরভকে চান সঙ্গকারা
তবে সৌরভ যে ভাবে অধিনায়ক হিসেবে ভারতীয় দলের উত্তরণ ঘটিয়েছিল অন্ধকারাচ্ছন্ন সময়ে, ফিরিয়ে এনেছিল ক্রিকেটপ্রেমীদের বিশ্বাস, তেমনই এবারও বোর্ডের প্রশাসনে সৌরভের টিম তা করতে পারে বলে মনে হচ্ছে। এখন চোখ ১৭ আগস্টের দিকে। দেখার দেশের সর্বোচ্চ আদালত কি রায় দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584