IPL2021: নারিনের ঘূর্ণিতে উড়ে গেল বিরাটরা

0
148

কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ

মরুশহরে রুদ্ধশ্বাস ম্যাচে নাইটরা ৪ উইকেটে হারিয়ে দিল বিরাটের ব্যাঙ্গালোরকে। সোমবার শারজা ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলি। ব্যাঙ্গালোরের দুই ওপেনার দুর্দান্ত শুরু করে মাত্র ৫.১ ওভারে ৪৯ রান স্কোর বোর্ডে। এরপর নাইট স্পিনাররা ব্যাঙ্গালোর ব্যাটিং-এর উপর চেপে বসে। মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় চাপা পড়ে যায় অধিনায়ক বিরাট কোহলি, ৩৯ রানের মাথায় তিনি প্যাভিলনের ফিরে গেলে ব্যাঙ্গালোর আরো চাপে পড়ে যায়। গ্লেন ম্যাক্সওয়েল (১৫), এবি ডেভিলিয়ার্স (১১), শ্রীকার ভারত (৯) প্রভৃতি ব্যাটসম্যানরা দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং-এর ফলে নির্ধারিত কুড়ি ওভারে মাত্র ১৩৮/৭ রান তুলতে সমর্থ হয়।

Kolkata Knight Riders

এদিন ক্যারিবিয়ান মিস্টিরিয়াস বোলার সুনিল নারিনে বোলিংয়ের সামনে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ব্যাটসম্যানদের অসহায় দেখায়। এছাড়া দুই বাঙালি স্পিনার বরণ চক্রবর্তী শাকিব আল হাসান যথেষ্ট ভালো বোলিং করেন।

১৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে নাইটদের দুই ওপেনার শুভমন গিল( ২৯) ও ভেঙ্কটেশ আইয়ার দুজনে মিলে ৪৩ রান যোগ করে স্কোর বোর্ডে প্রথম উইকেট জুটিতে। এরপর রাহুল ত্রিপাঠী (৬) ও ভেঙ্কটেশ আইয়ার (২৬) প্যাভিলিয়নে ফিরে গেলে ত্রাতার ভূমিকা পালন করেন ক্যারিবিয়ান মিস্টিরিয়াস বলার সুনীল নারিন। তিনি ডেমিয়েন ক্রিস্টানের এক ওভারে পর পর তিনটি ছয় হাঁকিয়ে ম্যাচের রাশ নিজের হাতে তুলে নেন। কিন্তু নিতিশ রানা (২৩) দীনেশ কার্তিক(১০) এর দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে আবার চাপে পড়ে যায় নাইটরা। এই সময় ভয়ঙ্কর হয়ে উঠে সিরাজ যুবেন্দ্র চাহাল ও হার্সাল প্যাটেল। কিন্তু নাইট অধিনায়ক ইয়ন মরগান (৫) ও অভিজ্ঞ সাকিবুল হাসান (৯) বুদ্ধিদীপ্ত ক্রিকেট দক্ষতায় শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয় নাইটরা। আগামী ১৩ ই অক্টোবর দ্বিতীয় কোয়ালিফায়ে শারজা ক্রিকেট গ্রাউন্ডে দিল্লি ক্যাপিটালের বিরুদ্ধে মাঠে নামবে নাইটরা এবং বিজয়ী দল আগামী ১৫ ই অক্টোবর আবুধাবিতে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই চেন্নাই সুপার কিংস বিরুদ্ধে ফাইনালে মুখোমুখি হবে। ম্যাচের সেরা খেলোয়াড় সুনীল নারিন।

আরও পড়ুনঃ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে পদক এল ভারতের ঘরে, রুপো জিতলেন অংশু মালিক

সম্ভবত টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়ক হিসাবে শেষ ম্যাচ খেললেন বিরাট কোহলি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান আইসিসি টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর টি-টোয়েন্টি সব ধরনের প্রতিযোগিতা থেকে অধিনায়কত্ব ছেড়ে দেবেন এবং একজন সাধারণ খেলোয়াড় হিসেবে খেলায় মনোযোগ করবেন বলে ইচ্ছা প্রকাশ করেন। সেই পরিপ্রেক্ষিতে বলা যায় যে, শারজার মাটিতে আইপিএল লিগের রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর হয়ে শেষ ম্যাচটিতে অধিনায়কত্ব করলেন।

উল্লেখ্য, বিরাট কোহলি রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের হয়ে ১৪০ টি ম্যাচে অধিনায়কত্ব করেন যার মধ্যে ৬৬ টি জয় ৭০ টিতে পরাজয় ৪ টি ম্যাচ অমীমাংসিত। সেরা পারফর্মেন্স ২০১৬ সালে ফাইনালে। আগামী মৌসুমে আইপিএল লীগে ব্যাঙ্গালোরের হয়ে অধিনায়কত্ব না সাধারণ খেলোয়াড় হিসাবে দলে থাকেন সেটা দেখার বিরাট ভক্তরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here