তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জঃ
খো-খো ফেডারেশন অফ ইন্ডিয়া পরিচালিত ৩৮ তম জাতীয় জুনিয়ার খো-খো চ্যাম্পিয়ন শিপ(মহিলা)খেলায় বাংলা দলের হয়ে খেলার সুযোগ পেল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের সুনু বর্মন।জাতীয় স্তরের জুনিয়ার খো-খো খেলাটি শুরু হবে মধ্য প্রদেশের ভুপালের মন্ডিদীপা শহরে ২রা ডিসেম্বর থেকে ৬ই ডিসেম্বর।জানা যায় সুনু বর্মন ডালিমগাও স্পোর্টস একাডেমিতে -খো খেলার প্রশিক্ষণ নিয়ে থাকে।
ডালিমগাও স্পোর্টস একাডেমির সভাপতি বরুন দাস জানান গত ২৪সে নভেম্বর হুগলির ব্যান্ডেলে খো-খো খেলার ফাইনাল সিলেকসানে সুন বর্মন জাতীয় জুনিয়ার খো-খো খেলায় যাবার ছাড়পত্র পায়।২৯ নভেম্বর সুনু বর্মন মধ্য প্রদেশের উদ্দেশ্যে রওনা হয় বাংলা জুনিয়ার দলের সদস্যদের সাথে।জানা যায় ডালিমগাও স্পোর্টস একাডেমির সম্পাদক সন্দীপ সরকার বালক বিভাগের(জুনিয়ার) বাংলা দলের ম্যানেজার হয়ে যাবার সুযোগ পেয়েছে বলে বরুন দাস জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584