ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
The landfall process commenced since 2:30 PM, will continue for about 4 hours. The forward sector of the wall cloud region is entering into land in West Bengal: Director, IMD Bhubaneswar #CycloneAmphan pic.twitter.com/bbAznoaz3f
— ANI (@ANI) May 20, 2020
সুপার সাইক্লোন আমপান বঙ্গোপসাগর থেকে উপকূলের দিকে আসার সময় ওড়িশার উপকূলবর্তী পারাদ্বীপ ও তৎসংলগ্ন এলাকায় চালাল তাণ্ডব। বুধবার সকাল থেকেই সেখানে ঘন্টায় ১০০ কিলোমিটারের বেশি গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে চলেছে। উপরে গেছে বহু গাছপালা, বিদ্যুতের খুঁটি। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি।
#WATCH Strong winds at Chandipur in Balasore district, as #CycloneAmphan is expected to make landfall today. #Odisha pic.twitter.com/O87dN6mWnd
— ANI (@ANI) May 20, 2020
আবহাওয়াবিদদের অনুমান এই তীব্র ঘূর্ণিঝড় বুধবার বিকেলের মধ্যে সুন্দরবন অঞ্চলে আছড়ে পড়তে পারে।
#WATCH Rains accompanied by strong winds lash Bhubaneswar in Odisha. #Amphan pic.twitter.com/pYkrnqr8PZ
— ANI (@ANI) May 20, 2020
West Bengal: National Disaster Response Force (NDRF) personnel clear electricity wires and uprooted trees off the road between Digha in East Midnapore district and Odisha border. The landfall process of #CycloneAmphan commenced since 2:30 PM, will continue for about 4 hours. pic.twitter.com/IKZ1QE3Gr1
— ANI (@ANI) May 20, 2020
অন্যদিকে ইতিমধ্যেই কলকাতাতেও এর প্রভাব শুরু হয়েছে। ভেঙে পড়েছে বেহালা এলাকার একটি পুরনো বাড়ির কার্নিশ। বন্ধ করে দেওয়া হয়েছে কলকাতার সমস্ত উড়ালপুল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584