সায়নিকা সরকার, মালদহঃ
হরিশ্চন্দ্রপুর থানার বিভিন্ন গ্রামে প্রাথমিক বিদ্যালয়ের কোয়ারেন্টাইন সেন্টারগুলো ঘুরে ঘুরে পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী বন্টন করছেন মালদহ জেলা পরিষদের নারী-শিশু উন্নয়ন, ত্রাণ ও জনকল্যাণ কর্মাধ্যক্ষ মর্জিনা খাতুন।
তিনি জানিয়েছেন, “জেলার প্রচুর পরিযায়ী শ্রমিক ফিরে আসায় তাদেরকে নিয়ম মেনে কোয়ারেন্টাইন সেন্টারে থাকতে হচ্ছে। কিন্তু সরকারিভাবে এখনও বেশি সংখ্যক কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করা যায়নি। আগামীতে অবশ্য সেই পরিকাঠামো তৈরি করে উঠতে পারবো।
আরও পড়ুনঃ কোয়ারেন্টাইনে শ্রমিকদের শুকনো খাবার, মাস্ক বিলি
কিন্তু এখন যে পরিযায়ী শ্রমিকরা জেলায় ফিরে এসে সরকারি বা হোম কোয়ারেন্টাইনে থাকতে পারছেন না, তাদের জন্য স্থানীয়ভাবে ব্যবস্থা করা হয়েছে। সেখানে তাদের প্রয়োজনীয় সামগ্রীর যাতে কোন অভাব না হয়, সেকারণে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584