নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর গ্রামে করোনা পজিটিভ ছয় জনের পরিবারে আতঙ্কের পাশাপাশি শুরু হয়েছে অভাব-অনটন। সরকারি নির্দেশিকা মেনে পরিবারের লোকেরা গৃহবন্দী হয়ে রয়েছে। সঞ্চিত অর্থ শেষ হয়ে গেছে কবেই।

রেশন কার্ড থাকলেও রেশন সামগ্রী নিয়ে আসতে পারছেন না তারা এই করোনা সংকটময় পরিস্থিতিতে। রবিবার এই পরিবারগুলির হাতে চাল,ডাল,সাবান, সয়াবিন ও স্যানিটাইজার সহ প্রভৃতি খাদ্য সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি কিছু অর্থ দিয়ে সাহায্য করেন মালদহ জেলা পরিষদের শিশু ও নারী কল্যাণ দফতরের কর্মাধ্যক্ষ মার্জিনা খাতুন।
তিনি জানান, জেলা স্বাস্থ্য দফতর ও প্রশাসনের পক্ষ থেকে মহেন্দ্রপুর গ্রামটিকে কনটেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুনঃ লকডাউনের ফলে সংকটে বৃহন্নলারা
রাস্তায় রাস্তায় ব্যারিকেড দিয়ে বহিরাগতদের প্রবেশ নিষেধ করা হয়েছে। সেই নিয়মকে মান্যতা দিয়ে মহেন্দ্রপুর গ্রামটিতে যেতে না পারলেও এলাকার স্থানীয় কয়েকজন স্বেচ্ছাসেবকের হাত দিয়ে এদিন খাদ্য সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি কিছু আর্থিক সহযোগিতা করা হয় বলে তিনি জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584