কমিক ভিডিওতে কাশ্মীরকে ‘বিতর্কিত’ ভূখণ্ড বলায় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ ভারতীয় দর্শকদের

0
75

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

জনপ্রিয় কমিক চরিত্র সুপারম্যান ও ওয়ান্ডার উওম্যান জুটির একটি ভিডিও ক্লিপ নিয়ে বড়সড় বিতর্কে নাম জড়ালো ডিসি কমিক্সের। ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও ক্লিপ যাতে এই কমিক চরিত্রের জুটিকে দেখা গিয়েছে ‘কাশ্মীর সমস্যা’-র সমাধান করতে।

Superman
ছবিঃ টুইটার

যদিও ডিসি কমিক্সের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এই ভিডিওটি পোস্ট করেনি তাই এখনো স্পষ্ট নয় যে এই ভিডিও কন্টেন্ট-এর জন্য আদৌ ডিসি দায়ী কিনা। তবে কাশ্মীর সমস্যার উল্লেখ থাকায় বেজায় চটেছেন ডিসির ভারতীয় দর্শকরা। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা, দাবি কাশ্মীর একমাত্র ভারতেরই এবং তা অবিচ্ছেদ্য অংশ। সেখানে ডিসির অন্যতম দুই জনপ্রিয় কমিক হিরোকে দেখা গেল ‘বিতর্কিত কাশ্মীরের সামরিক অস্ত্র ধ্বংস করতে এটা কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁরা।

ভিডিওতে দেখা গিয়েছে মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে, সুপারম্যান আর ওয়ান্ডার উওম্যান ভারতীয় সামরিক পরিকাঠামো ভেঙ্গে দিয়ে, বিতর্কিত কাশ্মীর ভূখণ্ডকে ‘অস্ত্র বর্জিত এলাকা’ বলে ঘোষণা করেছে।

আরও পড়ুনঃ উত্তরপ্রদেশের নির্বাচনে নারীশক্তিতে ভরসা কংগ্রেসের, ৪০% মহিলা প্রার্থী দেওয়ার ঘোষণা প্রিয়াঙ্কার

ভারত বা পাকিস্তান কোন দেশের উল্লেখ না থাকলেও কাশ্মীরকে ‘বিতর্কিত’ ভূখণ্ড বলে উল্লেখ করায় ভারতীয় দর্শকদের ক্ষোভের মুখে পড়েছে ডিসি কমিক্সের দুই জনপ্রিয় কমিক চরিত্র। কেন কাশ্মীর নিয়ে তাদের মাথাব্যথা? কেন আফগানিস্তান নিয়ে কথা বলছে না সুপারম্যান ও ওয়ান্ডার উয়োম্যান? ইত্যাদি একাধিক প্রশ্ন তাঁরা করেছেন টুইটারে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here