শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
জনপ্রিয় কমিক চরিত্র সুপারম্যান ও ওয়ান্ডার উওম্যান জুটির একটি ভিডিও ক্লিপ নিয়ে বড়সড় বিতর্কে নাম জড়ালো ডিসি কমিক্সের। ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও ক্লিপ যাতে এই কমিক চরিত্রের জুটিকে দেখা গিয়েছে ‘কাশ্মীর সমস্যা’-র সমাধান করতে।
যদিও ডিসি কমিক্সের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এই ভিডিওটি পোস্ট করেনি তাই এখনো স্পষ্ট নয় যে এই ভিডিও কন্টেন্ট-এর জন্য আদৌ ডিসি দায়ী কিনা। তবে কাশ্মীর সমস্যার উল্লেখ থাকায় বেজায় চটেছেন ডিসির ভারতীয় দর্শকরা। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা, দাবি কাশ্মীর একমাত্র ভারতেরই এবং তা অবিচ্ছেদ্য অংশ। সেখানে ডিসির অন্যতম দুই জনপ্রিয় কমিক হিরোকে দেখা গেল ‘বিতর্কিত কাশ্মীরের সামরিক অস্ত্র ধ্বংস করতে এটা কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁরা।
Why are they so specific about Kashmir? First they refer to an imaginary place like m'gota, but the next moment they mention Kashmir. Its better to keep quiet about complex geopolitical affairs that they don't know anything about
Btw, when did captain America become a woman ? 😱— अजातशत्रु (@Ayushless) October 18, 2021
How about superman, Wonderwoman & DC doing something about Afghanistan
— Mukesh राणे (@Rane4MVP) October 18, 2021
ভিডিওতে দেখা গিয়েছে মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে, সুপারম্যান আর ওয়ান্ডার উওম্যান ভারতীয় সামরিক পরিকাঠামো ভেঙ্গে দিয়ে, বিতর্কিত কাশ্মীর ভূখণ্ডকে ‘অস্ত্র বর্জিত এলাকা’ বলে ঘোষণা করেছে।
আরও পড়ুনঃ উত্তরপ্রদেশের নির্বাচনে নারীশক্তিতে ভরসা কংগ্রেসের, ৪০% মহিলা প্রার্থী দেওয়ার ঘোষণা প্রিয়াঙ্কার
What a mess.. Superman couldn't save afganistan.. Went home defeated.#afghanistancrisis
— India Aces Always (@IndiaAcesalways) October 19, 2021
ভারত বা পাকিস্তান কোন দেশের উল্লেখ না থাকলেও কাশ্মীরকে ‘বিতর্কিত’ ভূখণ্ড বলে উল্লেখ করায় ভারতীয় দর্শকদের ক্ষোভের মুখে পড়েছে ডিসি কমিক্সের দুই জনপ্রিয় কমিক চরিত্র। কেন কাশ্মীর নিয়ে তাদের মাথাব্যথা? কেন আফগানিস্তান নিয়ে কথা বলছে না সুপারম্যান ও ওয়ান্ডার উয়োম্যান? ইত্যাদি একাধিক প্রশ্ন তাঁরা করেছেন টুইটারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584