দাঙ্গায় প্ররোচনা! সাপ্লিমেন্টারি চার্জশিটে সীতারাম জয়তী-সহ ৫ জনের নাম জড়াল দিল্লি পুলিশ

0
72

ওয়েব ডেস্ক, দিল্লিঃ

দিল্লি দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগ এবার সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, অর্থনীতিবিদ জয়তী ঘোষ, স্বরাজ অভিযান নেতা যোগেন্দ্র যাদব, দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অপূর্বানন্দ এবং তথ্যচিত্র নির্মাতা রাহুল রায়ের বিরুদ্ধে। সংবাদসংস্থা পিটিআই সূত্রে এই খবর জানা যায়।

Sitaram Yechury | newsfront.co
কোলাজ চিত্র

সাপ্লিমেন্টারি চার্জশিটে দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এরা সকলেই দিল্লির দাঙ্গায় প্ররোচনা দিয়েছেন। গত ফেব্রুয়ারি মাসের ২৩ থেকে ২৬ তারিখের মধ্যে দিল্লির দাঙ্গায় ৫৩ জনের মৃত্যু হয় এবং ৫৮১ জন আহত হন। যাঁদের মধ্যে ৯৭ জনের শরীরে বন্দুকের গুলির ক্ষত ছিলো।

এই ঘটনার এক সাপ্লিমেন্টারি চার্জশিটে দিল্লি পুলিশ এই নামগুলি যোগ করে। এছাড়াও এই তালিকায় নাম রয়েছে ভীম আর্মি পার্টির প্রধান চন্দ্রশেখর আজাদ, উমর খালিদ-সহ বেশ কিছু নেতার।

দিল্লি পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে দু’দিন আগে বলা হয়েছে ঘটনায় ধৃত দেবাঙ্গনা কলিতা ও নাতাশা নারওয়াল নাকি জিজ্ঞাসাবাদের সময় তাঁদের জানিয়েছেন জয়তী ঘোষ, অপূর্বানন্দ এবং রাহুল রায় তাঁদের মেন্টর এবং এঁরাই এই নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী ধর্না চালিয়ে যেতে বলেছিলেন।

দিল্লি পুলিশের অভিযোগ, নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী এইসব সমাবেশে বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব , সমাজকর্মীরা আসতেন। তারাই মানুষকে উত্তেজিত করতেন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে অজস্র উষ্কানীমূলক ভাষণ দিয়ে।

আরও পড়ুনঃ দিল্লিতে ঝুপড়ি উচ্ছেদে ছাদ হারাবে ২.৪ লক্ষ, প্রতিবাদে মামলা সুপ্রিম কোর্টে

স্বাভাবিক ভাবেই সাধারণ মানুষ এই সব বিখ্যাত ব্যক্তিত্বের বক্তব্যে প্ররোচিত হয়েছেন যার ফলস্বরূপ এই দাঙ্গা ঘটনা ঘটে ফেব্রুয়ারি ২৩ থেকে ২৬; এবং এতজনের জীবনহানি ও বহুল পরিমানে ব্যক্তিগত এবং সরকারী সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here