ওয়েব ডেস্ক, দিল্লিঃ
দিল্লি দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগ এবার সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, অর্থনীতিবিদ জয়তী ঘোষ, স্বরাজ অভিযান নেতা যোগেন্দ্র যাদব, দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অপূর্বানন্দ এবং তথ্যচিত্র নির্মাতা রাহুল রায়ের বিরুদ্ধে। সংবাদসংস্থা পিটিআই সূত্রে এই খবর জানা যায়।
সাপ্লিমেন্টারি চার্জশিটে দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এরা সকলেই দিল্লির দাঙ্গায় প্ররোচনা দিয়েছেন। গত ফেব্রুয়ারি মাসের ২৩ থেকে ২৬ তারিখের মধ্যে দিল্লির দাঙ্গায় ৫৩ জনের মৃত্যু হয় এবং ৫৮১ জন আহত হন। যাঁদের মধ্যে ৯৭ জনের শরীরে বন্দুকের গুলির ক্ষত ছিলো।
Delhi Police names CPI (M) general secretary Sitaram Yechury, Swaraj Abhiyan leader Yogendra Yadav, economist Jayati Ghosh, DU professor and activist Apoorvanand, and documentary filmmaker Rahul Roy in supplementary charge sheet as co-conspirators in Delhi riots case
— Press Trust of India (@PTI_News) September 12, 2020
এই ঘটনার এক সাপ্লিমেন্টারি চার্জশিটে দিল্লি পুলিশ এই নামগুলি যোগ করে। এছাড়াও এই তালিকায় নাম রয়েছে ভীম আর্মি পার্টির প্রধান চন্দ্রশেখর আজাদ, উমর খালিদ-সহ বেশ কিছু নেতার।
दिल्ली पुलिस भाजपा की केंद्र सरकार और गृह मंत्रालय के नीचे काम करती है। उसकी ये अवैध और ग़ैर-क़ानूनी हरकतें भाजपा के शीर्ष राजनीतिक नेत्रत्व के चरित्र को दर्शाती हैं। वो विपक्ष के सवालों और शांतिपूर्ण प्रदर्शन से डरते हैं, और सत्ता का दुरुपयोग कर हमें रोकना चाहते हैं। https://t.co/8wrbN0URUO
— Sitaram Yechury (@SitaramYechury) September 12, 2020
দিল্লি পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে দু’দিন আগে বলা হয়েছে ঘটনায় ধৃত দেবাঙ্গনা কলিতা ও নাতাশা নারওয়াল নাকি জিজ্ঞাসাবাদের সময় তাঁদের জানিয়েছেন জয়তী ঘোষ, অপূর্বানন্দ এবং রাহুল রায় তাঁদের মেন্টর এবং এঁরাই এই নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী ধর্না চালিয়ে যেতে বলেছিলেন।
This is factually incorrect report, hope @PTI_News withdraws it.
Supplementary chargesheet does NOT mention me as co-conspirator, or even as accused. One passing reference to me and Yechury, in an unauthenticated police statement (not admissible in court) by one accused. https://t.co/QurXmQdOr2— Yogendra Yadav (@_YogendraYadav) September 12, 2020
This proves the malafide nature of Delhi police inv into the Delhi riots. Nothing could be more absurd than to accuse Sitaram Yechury, Yogendra Yadav, Jayati Ghosh&Prof Apoorvanand for instigating riots. Their speeches are available on video.This while Kapil Mishra&Co are let off https://t.co/DizUgGhPBc
— Prashant Bhushan (@pbhushan1) September 12, 2020
দিল্লি পুলিশের অভিযোগ, নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী এইসব সমাবেশে বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব , সমাজকর্মীরা আসতেন। তারাই মানুষকে উত্তেজিত করতেন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে অজস্র উষ্কানীমূলক ভাষণ দিয়ে।
আরও পড়ুনঃ দিল্লিতে ঝুপড়ি উচ্ছেদে ছাদ হারাবে ২.৪ লক্ষ, প্রতিবাদে মামলা সুপ্রিম কোর্টে
First, @DelhiPolice arrest students. Then fabricate confessions. But duffers that they are, don't realise 'confessions' separately made shouldn't use identical language! These 'confessions' then used to drag in @SitaramYechury @Jayati1609, @Apoorvanand__ https://t.co/k89KEZmRYW
— Siddharth (@svaradarajan) September 12, 2020
Delhi riots chargesheet: Police say, "Names are part of disclosure statement of one of accused in connection with organising and addressing Anti-CAA protests. Disclosure statement truthfully recorded. A person is not arraigned as accused only on basis of disclosure statement."
— Press Trust of India (@PTI_News) September 12, 2020
স্বাভাবিক ভাবেই সাধারণ মানুষ এই সব বিখ্যাত ব্যক্তিত্বের বক্তব্যে প্ররোচিত হয়েছেন যার ফলস্বরূপ এই দাঙ্গা ঘটনা ঘটে ফেব্রুয়ারি ২৩ থেকে ২৬; এবং এতজনের জীবনহানি ও বহুল পরিমানে ব্যক্তিগত এবং সরকারী সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584