শুভম বন্দোপাধ্যায়, কলকাতাঃ
প্রতিদিনই বিভিন্ন স্তরের একাধিক নেতা তৃণমূল ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। আর সেই ঘটনার জেরে রীতিমতো অপ্রস্তুত অবস্থায় শাসক দল। এই পরিস্থিতিতে দলের নীতি নির্ধারণ করতে শুক্রবার কালীঘাটে তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আর সেখানেই তিনি বার্তা দিলেন, ‘ নেতারা বেরিয়ে গেলে চিন্তার কোন কারণ নেই, তারা আসলে তৃণমূলের সঙ্গে এমনিতেও ছিলেন না। কর্মীরাই তৃণমূলের সম্পদ এবং আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয় নিশ্চিত।’
চলতি মাসের শুরু থেকেই যে হারে তৃণমূলে ইস্তফার হিড়িক পড়েছে, তাতে স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছে নিচুতলার তৃণমূল কর্মীদের। এরমধ্যে রাজ্যের পুলিশ প্রশাসনের তিন আইপিএস কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জোর করে ডেপুটেশনে পাঠানোয় আরও অস্বস্তিতে শাসক দল।
আরও পড়ুনঃ কবিগুরুর শান্তিনিকেতনেই অপমানিত রবীন্দ্রনাথ, নিন্দার ঝড়
এই পরিস্থিতিতেও শুক্রবার কোর কমিটির বৈঠকে কর্মীদের নিশ্চিতে থাকার পরামর্শ দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মাথা ঠান্ডা রেখে এবং মনোবল অক্ষুন্ন রেখে আগামী বিধানসভা নির্বাচনে কর্মীদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিলেন তিনি।
এদিন কোর কমিটির বৈঠকে তিনি বলেন, “একুশে জয় নিশ্চিত। শুধু সকলকে এক সঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে। রাজ্যের উন্নয়নমূলক কাজ আরও বেশি করে মানুষের সামনে তুলে ধরতে হবে। বাড়াতে হবে জনসংযোগ। প্রত্যেকের কাছে গিয়ে তাঁদের সমস্যা জানতে হবে। চেষ্টা করতে হবে সমাধানের।”
আরও পড়ুনঃ বিজেপির মার্কেটিং এজেন্ট হিসেবে কাজ করছে পাহাড়ের সব দল: শান্তা ছেত্রী
যারা দল ছেড়ে গিয়েছে তাদের উদ্দেশ্যে তৃণমূল সু্প্রিমো বলেন, “কে এল, কে গেল তাতে কিছু এসে যায় না। নেতা নয় বরং কর্মীরাই দলের আসল সম্পদ। তাই চিন্তিত হওয়ার কোনও কারণ নেই। জয় নিশ্চিত।”
একুশে নির্বাচনের আগে তৃণমূল ভোট প্রচারে বেরিয়ে পড়লেও ভেতরে-ভেতরে তৃণমূলের রাজনৈতিক প্রাসাদে ক্ষয় ধরানো শুরু করে দিয়েছে বিরোধী রাজনৈতিক দল। স্তাবকতা ছাড়া এবং দলনেত্রীর একান্ত ঘনিষ্ঠজন ছাড়া তৃণমূলে কেউ যোগ্য সম্মান পায় না, এমন বার্তা ছড়িয়ে গিয়েছে দলের নেতৃত্বে। আর এই ইস্যুকে হাতিয়ার করে একের পর এক নেতাকে নিজেদের দলে টেনে নিচ্ছে বিজেপি। এখন এই রাজনৈতিক দল বদলে যাতে কর্মীদের মনোবল ধাক্কা না খায়, তার জন্য এ দিন আত্মবিশ্বাস সুরে বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584