সংবাদমাধ্যমে প্রকাশিত রাফাল নথি পুনর্বিবেচনার নির্দেশ সুপ্রিমকোর্টের

0
89

নিউজফ্রন্ট,ওয়েবডেস্কঃ

supreme cote Instruction to the journalism
ছবিঃ টুইটার

রাফাল মামলা নিয়ে সুপ্রিম কোর্টের নয়া নির্দেশ,চাপে পড়ল মোদি সরকার।বুধবার প্রধান বিচারপতি রঞ্জন গর্গের বেঞ্চ এক নির্দেশিকায় জানিয়ে দিল সংবাদপত্রে ফাঁস হওয়া রাফাল নথি রাফাল মামলায় পুনর্বিবেচনার জন্য ব্যবহার করা হবে।

প্রসঙ্গত উল্লেখ্য,সংবাদ সংস্থা দ্য হিন্দু এবং এএনআই তে ৩৬টি রাফাল কেনার জন্য কেন্দ্র যে চুক্তি স্বাক্ষর করেছিল সেই সেই চুক্তির কিছু গোপন নথি প্রকাশ্যে আসে।এরপরই রাফাল চুক্তি নিয়ে বিজেপি বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল তথা আবেদনকারীরা শীর্ষ আদালতের দ্বারস্থ হয়।তাদের মূল হাতিয়ার সংবাদপত্রে প্রকাশিত গোপন রাফাল নথি।

আরও পড়ুনঃ যুদ্ধ জিগিরে ভোট জিততে চেয়েছে বিজেপি,মার্কিন রিপোর্টের ভিত্তিতে ট্যুইট পাক প্রধানমন্ত্রীর

দেশজুড়ে জোর শোরগোল পড়ে যায় কিভাবে জাতীয় নিরাপত্তার চোখে ধুলো দিয়ে ওই রাফাল নথি প্রকাশ্যে এলো?এরপর এ নিয়ে মামলা হলে সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল ভেনুগোপাল কেন্দ্রের হয়ে সাওয়াল করে বলেন প্রতিরক্ষামন্ত্রীর দপ্তর থেকে রাফাল নথি চুরি হয়ে গেছে।

তারই দাবিকে হাতিয়ার করে বিরোধীরা আবারও প্রশ্নের মুখে ফেলে বিজেপিকে প্রশ্ন ওঠে দেশের নিরাপত্তার অন্যতম প্রধান একটি স্তম্ভ প্রতিরক্ষা দপ্তর সেখান থেকে কিভাবে রাফাল চুক্তির মত এত গুরুত্বপূর্ণ নথি চুরি গেল? এরপর হঠাৎই নিজের বক্তব্যের সুর বদলে বেনুগোপাল দাবি করেন প্রতিরক্ষা মন্ত্রীর দপ্তর থেকে রাফাল নথি চুরি যায়নি বরং কেউ ফটোকপি করেছে।ব্যাস এর পর দেশজুড়ে বিরোধীরা মোদিকে তীব্র কটাক্ষ করে সুর তোলে,”চৌকিদার চোর হ্যায়।”

সংবাদপত্রে রাফাল নথি সামনে আসার পরে কেন্দ্র সুপ্রিম কোর্টকে জানায় চুরি যাওয়া রাফাল নথি রাফাল মামলায় ‘প্রামাণ্য নথি ‘ হিসেবে গ্রাহ্য করা যাবে না। কিন্তু বুধবার সুপ্রিম কোর্ট এই আর্জি খারিজ করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে রাফার মামলায় সংবাদপত্রে প্রকাশ্যে আসা নথি গুলোকেই পুনর্বিবেচনার জন্য দেখা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here