শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলেছিল বিজেপি। তাদের কর্মী-সমর্থকদের মারধর করা হয়েছে, ঘর-বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, বহু মানুষ ঘরছাড়া বলেও অভিযোগ করা হয় গেরুয়া শিবিরের তরফে। এছাড়াও খুন ও ধর্ষণের মত গুরুতর অভিযোগও করেছিলেন বিজেপি নেতারা। তবে শাসক দলের পক্ষে বলা হয়, আদর্শ আচরণ বিধি লাগু হওয়া থেকে মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ পর্যন্ত আইনশৃঙ্খলা ছিল নির্বাচন কমিশনের হাতে। মামলা গড়ায় হাইকোর্টে।
এরপরে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টের ভিত্তিতে হাইকোর্ট নির্দেশ দেয় খুন, ধর্ষণের মতো গুরুতর অভিযোগের তদন্ত করবে সিবিআই। অপেক্ষাকৃত লঘু অপরাধের তদন্ত করবে সিট। এই নির্দেশ ও সিবিআই তদন্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। এই মামলার শুনানি স্থাগিত রাখল শীর্ষ আদালত।
আরও পড়ুনঃ শারজিল ইমামের জামিনের আবেদন খারিজ দিল্লির আদালতে
এদিন রাজ্যের তরফে শুক্রবার আইনজীবী কপিল সিব্বল আর্জি জানান একটি দিন ঠিক করে দেওয়া হক। সেই আর্জি মেনে নিয়ে ১৬ নভেম্বর মামলার পরবর্তী দিন ঠিক করেন বিচারপতি এল নাগেশ্বর রাও এবং বিচারপতি বি আর গাভাই-এর বেঞ্চ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584