নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
ফরাসি সংবাদমাধ্যম মিডিয়াপার্টের খবরের জেরে নতুন করে আদালতে উঠতে চলেছে রাফাল মামলা।ফরাসি সংবাদমাধ্যমের খবরের জেরে নতুন করে শুনানিতে উঠছে রাফাল মামলা। মিডিয়াপার্টে প্রকাশ, চুক্তির জন্য এক ভারতীয় কোম্পানির মাধ্যমে প্রায় ১০ কোটি টাকার অবৈধ লেনদেন হয়।
এই তথ্য প্রকাশিত হওয়ার পর এক জনস্বার্থ মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। মিডিয়াপার্টের প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাফালে চুক্তিতে ডেফসিস সলিউশন নামের এক ভারতীয় সংস্থাকে প্রায় ৯ কোটি ৮০ লক্ষ টাকা দেওয়া হয়। যার মালিক সুসেন গুপ্তা ইতিমধ্যেই ‘অগোস্তা ওয়েস্টল্যান্ড’ চপার কেলেঙ্কারিতে অভিযুক্ত।
আরও পড়ুনঃ “মুছে দেওয়া হোক কোরানের ২৬টি বাণী” ওয়াসিম রিজভীর আবেদন খারিজ করল শীর্ষ আদালত
রাফাল চুক্তিতে ৯কোটি ৮০ লক্ষ টাকা তিনি নিয়েছেন প্রাপ্তিরক্ষা দফতরের গোপন নথি দাসো’র হাতে তুলে দেওয়ার কমিশন বাবদ। সেই আবেদনের ভিত্তিতে প্রধান বিচারপতি এসএ বোবদে জানান, ২ সপ্তাহ পর এই মামলার শুনানি শুরু হবে।অন্যদিকে, রাফাল চুক্তিতে দুর্নীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতি দাবি করেছে কংগ্রেস।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584