শুধুমাত্র পুরীতেই রথযাত্রার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

0
68

নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ

করোনা ভাইরাসের দপটে নাজেহাল জনজীবন। দেশের মহামারীর কথা ভেবে জনসমাগম ছাড়াই পুরীর রথযাত্রা হতে পারে। কেন্দ্র ও ওড়িশা সরকার এমনটাই জানাল সুপ্রিম কোর্টকে। কেন্দ্রের তরফে এদিন সলিসিটর জেনারেলই তুষার মেহতা বলেন, “রথযাত্রার সঙ্গে কোটি কোটি মানুষের ভক্তি ও বিশ্বাস জড়িয়ে। যদি আগামিকাল (২৩ জুন) ভগবান জগন্নাথের আবির্ভাব না ঘটে তাহলে আগামী ১২ বছর তিনি বেরতো পারবেন না। ধর্মীয় মতে তেমনটাই মানা হয়।“

Puri Rathyatra | newsfront.co
ফাইল চিত্র

তাই কেন্দ্র চায়, রথযাত্রার অনুমতি দিক সুপ্রিম কোর্ট। এবার ভক্তদের ভিড় এড়িয়েই হোক জগন্নাথদেবের যাত্রা। ওড়িশা সরকারের পক্ষে আইনজীবী হরিশ সালভেও কেন্দ্রের এই আবেদনকে সমর্থন জানিয়েছেন। সলিসিটার জেনারেলের প্রস্তাব, পান্ডা এবং সেবায়েতদের করোনা পরীক্ষা করা হবে।

যাঁদের রিপোর্ট নেগেটিভ আসবে কেবলমাত্র তাঁদেরই রথ যাত্রায় থাকার অনুমতি দেওয়া যেতে পারে। আর পুজোর আয়োজনের দায়িত্ব দেওয়া যেতে পারে পুরীর রাজা এবং মন্দির কমিটিকে। গোটা রথযাত্রাটি লাইভ টেলিকাস্ট করা যেতে পারে। করোনা সংক্রমণের কথা মাথায় রেখে এক্ষেত্রে কেন্দ্র ওড়িশা সরকারকে একদিনের জন্য কার্ফু জারি করার পরামর্শ দিয়েছে।

আরও পড়ুনঃ বিশ্বে নবম স্থানে মুকেশ আম্বানি

এদিকে, করোনা সংক্রমণের কথা মাথায় রেখে সোশ্যাল ডিস্টান্সিং বজায় রেখেই রথযাত্রা হতে পারে বলে সুপ্রিম কোর্টে আবেদন করা হয় কয়েকটি আবেদন পত্রে। সেখানে প্রস্তাব দেওয়া হয়, তিনটি রথ টানবেন সেবাইত ও পুলিশ। এর ফলে সামাজিক দূরত্ব বজায় রেখেও প্রথা অক্ষুন্ন থাকবে।

উল্লেখ্য, এর আগে দেশের করোনা পরিস্থিতি বিবেচনা করেই সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, এবছর পুরীতে রথযাত্রায় কোনও জনসমাগম হবে না। এমনকী এও বলা হয়েছিল যে, রথযাত্রার অনুমতি দিলে জগন্নাথদেবই ক্ষমা করবেন না। এরপরই রথযাত্রার অনুমতির চেয়ে একাধিক আবেদন জমা পড়ে সুপ্রিম কোর্টে। সেই প্রেক্ষিতেই আজ, সোমবার শুনানি হয়।

শেষমেশ পুরীর রথযাত্রায় সবুজ সংকেত দিল শীর্ষ আদালত। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদে জানিয়ে দেন, শুধুমাত্র পুরীতেই জগন্নাথদেবের রথযাত্রার অনুমতি দেওয়া হল। সেই সঙ্গে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে ওড়িশার অন্য কোনও স্থানে রথযাত্রার আয়োজন করা যাবে না। জনতাশূন্য রথযাত্রার বিষয়টিও রাজ্য সরকারকেই নিশ্চিত করতে হবে। জানান প্রধান বিচারপতি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here