রোহিঙ্গা উদ্বাস্তুদের মায়ানমারে ফেরত পাঠানোর রায় সুপ্রীম কোর্টের

0
93

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

রোহিঙ্গা উদ্বাস্তুদের সুরক্ষা দিতে একটি জনস্বার্থ মামলা দায়ের হয় সর্বোচ্চ আদালতে। সেই মামলার রায়ে এই নির্দেশ দিল আদালত।রোহিঙ্গা উদ্বাস্তুদের আর জম্মুতে রাখা সম্ভব নয়, তাদের মায়ানমারে পাঠানোর নির্দেশ দিল সুপ্রীম কোর্ট।

supreme court | newsfront.co
ফাইল চিত্ৰ

রোহিঙ্গাদের সুরক্ষা বিষয়ে এক জনস্বার্থ মামলায় সুপ্রীম কোর্ট বৃহস্পতিবার নির্দেশ দেয় তাদের মায়ানমারে ফেরত পাঠানোর। তাদের কোনো অন্তর্বর্তী রিলিফ দেওয়াও সম্ভব নয় জানিয়ে দিল সর্বোচ্চ আদালত। মোহাম্মদ সলিমুল্লাহ নামে এক ব্যক্তি এই জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন।প্রধান বিচারপতি এসএ বোবদে, বিচারপতি এএস বোপান্না ও বিচারপতি ভি রামসুব্রামনিয়মের বেঞ্চ এই নির্দেশ দেয়।

আরও পড়ুনঃ ‘অ্যান্টি রোমিয়ো স্কোয়াড’ তৈরির প্রতিশ্রুতি দিলেন যোগী আদিত্যনাথ

সলিসিটর জেনারেল তুষার মেহতা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ওই আবেদনের তীব্র বিরোধিতা করে বলেন, একই রকম আবেদন করা হয়েছিল অসমের রোহিঙ্গাদের বিষয়ে। সে মামলাও ২০১৮ সালে খারিজ করে দেয় আদালত। পিটিশনে সেকথা উল্লেখই করেননি আবেদনকারী। “ভারত সারা পৃথিবীর অবৈধ অনুপ্রবেশকারীর রাজধানী হয়ে উঠতে পারেনা”, বলেন সলিসিটর জেনারেল।

বর্ষীয়ান আইনজীবী হরিশ সালভে ছিলেন জম্মু-কাশ্মীর প্রশাসনের পক্ষ থেকে। তিনিও বলেন কেন্দ্রীয় সরকার এমন কোনো আন্তর্জাতিক চুক্তি করেনি যে সব দেশের শরণার্থীকে আশ্রয় দিতে হবে।মামলার শুনানি চলাকালে প্রধান বিচারপতি মৌখিক ভাবে তাঁর পর্যবেক্ষণ জানান। তিনি বলেন যে মায়ানমারে রোহিঙ্গারা হয়রানির শিকার ঠিকই কিন্তু আদালত এ বিষয়ে কোন সিদ্ধান্ত নিতে পারে না।

আরও পড়ুনঃ “চীন আমাদের ওপর সাইবার আঘাত আনতে সক্ষম”, মন্তব্য বিপিন রাওয়াতের

প্রধান বিচারপতি আরো বলেন যে,” হয়তো মায়ানমারে ফিরে গেলে তাদের হত্যা করা হতে পারে এই আশঙ্কা করছেন তাঁরা কিন্তু সবটা আমরা দায়িত্ব নিতে পারিনা। আমরা আশা করবো পৃথিবীতে কোথাও গণহত্যার ঘটনা ঘটবে না।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here