কেরালার জেলবন্দি সাংবাদিকের সঙ্গে আইনজীবীকে দেখা করার অনুমতি দিল সুপ্রিমকোর্ট

0
64

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

supreme court | newsfront.co
গ্রাফিক্স চিত্র

উত্তর প্রদেশের হাথরাস ধর্ষণ ও হত্যাকাণ্ডের পর নির্যাতিতা দলিত তরুণীর বাড়ি যাওয়ার পথে ধৃত কেরালার সাংবাদিক সিদ্দিক কাপ্পানের সঙ্গে তাঁর আইনজীবীদের দেখা করার অনুমতি দিলো সর্বোচ্চ আদালত, ওকালতনামায় জামিনের আবেদনের জন্য যাতে কাপ্পানের স্বাক্ষর নিতে পারেন আইনজীবীরা। কাপ্পানের গ্রেফতারি নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন প্রসঙ্গে ও বিরক্তি প্রকাশ করেছে শীর্ষ আদালত।

আরও পড়ুনঃ রাষ্ট্রপতি শাসনের হুমকি বাবুলের, করে দেখাক-পাল্টা কল্যাণের

প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন বেঞ্চ শুক্রবার কেরালার ওয়ার্কিং জার্নালিস্টস ইউনিয়নের পক্ষ থেকে দায়ের করা মামলার শুনানিতে এই নির্দেশ দেয়। ইউনিয়নের দাবি, অন্যায়ভাবে বিনা প্ররোচনায় গ্রেফতার করা হয়েছে কাপ্পানকে। ইউনিয়নের তরফে কাপ্পানের আইনজীবী কপিল সিব্বলকে তাঁর সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছে আদালত। এতে সলিসিটর জেনারেল তুষার মেহেতা কোনও আপত্তি করেননি। পরের সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি হবে।

আরও পড়ুনঃ আদালতের নিষেধ সত্ত্বেও রবীন্দ্র সরোবরে ছটপুজো করার দাবিতে বিক্ষোভ

মালয়ালি ওয়েব পোর্টাল আঝিমুখামে কর্মরত সাংবাদিক-সহ চারজনকে গত ৫ অক্টোবর হাথরাসে যাওয়ার পথে মথুরার কাছে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ। পুলিশের অভিযোগ, কাপ্পান এবং আরও দু’জন ক্যাম্পাস ফ্রন্ট অফ ইন্ডিয়ার হয়ে জাতিগত অশান্তি ছড়ানোর ষড়যন্ত্রের ছক কষেছিলেন। হাথরাস গণধর্ষণকে ইস্যু করে দাঙ্গা লাগানোর চক্রান্ত ছিল বলে অভিযোগ করে পুলিশ এবং কাপ্পানদের বিরুদ্ধে ইউএপিএ ধারায় দেশদ্রোহিতার মামলা দায়ের করে। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়, সুপ্রিম কোর্ট কাপ্পানকে মুক্তি দিতে নারাজ। এই খবরে অসন্তুষ্ট প্রধান বিচারপতি বোবদে এদিন বলেন, “ভুল তথ্য পরিবেশন হচ্ছে সংবাদমাধ্যমে। আদালত এমনটা করেনি।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here