স্নাতক স্তরে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে ফল প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের

0
48

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

বম্বে হাইকোর্টের নির্দেশিকায় কার্যত স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত। স্নাতক স্তরে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে ফল প্রকাশের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আজ, বৃহস্পতিবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা নিট অর্থাৎ অভিন্ন মেডিক্যাল স্নাতক ২০২১ স্তরের প্রবেশিকা পরীক্ষার ফল প্রকাশের অনুমতি দিল সুপ্রিম কোর্ট। এর আগে বম্বে হাইকোর্ট ফলাফল প্রকাশ স্থগিত রাখতে নির্দেশ দিয়েছিল। এবার বম্বে হাইকোর্টের সেই নির্দেশেই স্থগিতাদেশ দিয়ে ফলপ্রকাশের নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।

Supreme court

দু’জন আন্ডারগ্র্যাজুয়েট মেডিক্যাল প্রার্থীর প্রবেশিকা পরীক্ষার ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছিল, তাই ওই পরীক্ষা আবার গ্রহণের জন্য এনটিএ-কে ফলপ্রকাশ স্থগিত রাখার নির্দেশ দিয়েছিল বম্বে হাইকোর্ট। এই মামলায় সলিসিটর জেনারেল তুষার মেহতা এনটিএ-র পক্ষে সওয়াল করেন। এই মামলায় তাঁর বক্তব্য বিবেচনা করেই সুপ্রিম কোর্টের বেঞ্চ জানায়, বম্বে হাইকোর্টের ফলপ্রকাশ স্থগিত রাখার নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হচ্ছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সির ফল প্রকাশ করতে আর কোনো বাধা নেই।

আরও পড়ুনঃ বিশ্বকাপে পাকিস্তানের জয়ে উচ্ছ্বাস প্রকাশকারীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা, নির্দেশ যোগী আদিত্যনাথের

সুপ্রিম কোর্টের বেঞ্চ জানিয়েছে, যে ওই দুই আন্ডারগ্র্যাজুয়েট মেডিক্যাল প্রার্থীর পরীক্ষার জন্য কী ব্যবস্থা নেওয়া হবে, দীপাবলির ছুটির পর সেবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু এই দু’জন পরীক্ষার্থীর জন্য ১৬ লক্ষ পড়ুয়ার ফলাফল কখনোই আটকে রাখা সম্ভব নয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here