ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির প্রবেশিকা পরীক্ষায় বসতে পারবেন মহিলারাও, রায় সুপ্রিম কোর্টের

0
41

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

বুধবার একটি জনস্বার্থ মামলায় অন্তবর্তী রায়ে দেশের শীর্ষ আদালত জানালো, এখন থেকে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির প্রবেশিকা পরীক্ষায় বসতে পারবেন মহিলারাও। পরীক্ষায় মহিলাদের বসতে না দেওয়ার অভিযোগের বিষয়টিকে ‘লিঙ্গবৈষম্য’ হিসেবে ব্যাখ্যা ভারতীয় সেনাকে কড়া সমালোচনাও করে সুপ্রীম কোর্ট।

supreme court

আগামী ৫ সেপ্টেম্বর ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির প্রবেশিকা পরী‌ক্ষা। ওই পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না মহিলাদের, এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দেন দিল্লির আইনজীবী কুশ কালরা। হলফনামায় আইনজীবী কালরা জানান, শুধু মাত্র লিঙ্গের কারণে মহিলাদের পরীক্ষায় বসতে না-দেওয়ার সিদ্ধান্তে আদতে লঙ্ঘন করা হয়েছে ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ ১৪, ১৫, ১৬ এবং ১৯।

আরও পড়ুনঃ পেগাস্যাস মামলার শুনানিতে চাঞ্চল্যকর মোড়, কেন্দ্রকে নোটিশ শীর্ষ আদালতের

এদিনের শুনানিতে আদালতে কেন্দ্রের দাবি, ‘‘ভারতীয় সেনায় মহিলাদের সমান সুযোগ দেওয়া হচ্ছে। সশস্ত্র বাহিনীতে যুক্ত হওয়ার প্রক্রিয়ায় কোনও রকম মৌলিক অধিকার লঙ্ঘিত হয় না।“

আরও পড়ুনঃ তালিবান শাসন এড়াতে ভারতে আশ্রয় নিয়েছেন কান্দাহারের পুলিশ প্রধানও

কিছু দিন আগে এই সংক্রান্ত আরও একটি মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। সেই মামলার আবেদনে চলতি শিক্ষাবর্ষ থেকে দেরাদুনের রাষ্ট্রীয় ইন্ডিয়ান মিলিটারি কলেজে মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর কথা বলা হয়। আইনজীবী কুশ কালরার আবেদনের পাশাপাশি এই বিষয়টিও খতিয়ে দেখছে আদালত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here