সুপ্রীম কোর্টে বহাল দিল্লি হাইকোর্টের রায়, ‘অত্যাবশ্যক’ তাই চলবে সেন্ট্রাল ভিস্তার কাজ

0
75

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

করোনা পরিস্থিতির মধ্যে কয়েক হাজার কোটি টাকা ব্যয়ে কেন্দ্রীয় সরকারের ‘সেন্ট্রাল ভিস্তা প্রকল্প’ বন্ধ করার আর্জি জানিয়ে দিল্লি হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। তবে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পকে ‘অত্যাবশ্যক’ বলে অভিহিত করে সে আবেদন খারিজ করে দেয় আদালত।

central vista | newsfront.co
চিত্র সৌজন্যেঃ টেলিগ্রাফ ইন্ডিয়া

দিল্লি হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হন আবেদনকারীরা। কিন্তু দিল্লি হাইকোর্টের রায়ই বহাল রাখলো দেশের শীর্ষ আদালতও। বিচারপতি এএম খানউইলকর, বিচারপতি দীনেশ মহেশ্বরী এবং বিচারপতি অনিরুদ্ধ বসুর বেঞ্চে এই মামলার শুনানি হলে আদালত আবেদন খারিজ করে দেয়, একই সঙ্গে আবেদনকারীদের ১ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে।

সুপ্রিমকোর্টের তরফে আবেদনকারীদের প্রশ্ন করা হয় রাজধানীতে আরো যেসব নির্মাণকাজ চলছে সেসব বাদ দিয়ে কেন শুধুমাত্র সেন্ট্রাল ভিস্তা প্রকল্প সম্পর্কেই তাঁদের আপত্তি?

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর অভিযোগ ভুল,জৈন হাওয়ালা চার্জশিটে তাঁর নাম নেই, দাবি রাজ্যপালের

করোনা আবহে কয়েক হাজার কোটি টাকা খরচ করে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের কাজ চালিয়ে নিয়ে যাওয়ায় কেন্দ্রের বিরোধিতায় সরব সব বিরোধী দল এবং কংগ্রেস সরাসরি নিশানা করেছে প্রধানমন্ত্রীকেই। এরপরেই তড়িঘড়ি প্রকল্পের দায়িত্বে থাকা শাপুরজি পালনজি গ্রুপকে নভেম্বর মাসের মধ্যে কাজ শেষের নির্দেশ দেয় কেন্দ্র। তারপরেই সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের কাজ বন্ধ করার নির্দেশের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হন আবেদনকারীরা। তবে দিল্লি হাইকোর্ট বা সুপ্রীম কোর্ট কোন আদালতের রায়ই গেলোনা তাঁদের পক্ষে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here