নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনা ভ্যাকসিন-নীতি নিয়ে ফের সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে কেন্দ্র। আদালত জানতে চায়, ‘কেন্দ্রীয় সরকার কেন ১০০ শতাংশ ভ্যাকসিন কিনে নিচ্ছে না? কেন একাংশ কিনে বাকিটা উৎপাদক সংস্থার হাতে ছেড়ে দেওয়া হল। রাজ্যগুলির চাহিদার সমতা রক্ষায় ঠিক কোন পরিকল্পনা অনুযায়ী চলবে কেন্দ্র? কোন রাজ্য আগে, কোন রাজ্য পরে ভ্যাকসিন পাবে, তা নির্ধারণের জন্য কোন নীতিতে চলছে কেন্দ্র?
সর্বোচ্চ আদালত জানতে চায় ১৮ থেকে ৪৫ বছরের মানুষের সংখ্যা কত তা আদালতে জানাক কেন্দ্র। টিকা নিয়ে কেন্দ্রীয় সরকারকে স্পষ্ট বার্তা আদালতের, ‘টিকা তৈরিতে বেসরকারি সংস্থাগুলি বিনিয়োগ শুরু করেছে ইতিমধ্যেই, তার পরিবর্তে কেন্দ্র টিকা তৈরিতে বিনিয়োগ করুক কেন্দ্র । এই মুহূর্তে এটাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
আরও পড়ুনঃ করোনায় প্রয়াত দেশের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল তথা পদ্মবিভূষণ সোলি সোরাবজি
পাশাপাশি শীর্ষ আদালতের প্রশ্ন, ‘যাঁরা লেখাপড়া জানেন না, টেকনোলজিতে অভ্যস্ত নন,তাঁরা কোউইন অ্যাপ ব্যবহার করবেন কিভাবে? তাঁদের টিকাকরণ নিয়ে কি পদ্ধতি নেওয়ার কথা ভাবছে কেন্দ্র?”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584