মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
মৌলিক অধিকারের কাছে ধর্মীয়-সহ যে কোনও ভাবাবেগই গৌন। সবথেকে গুরুত্বপূর্ণ হল দেশবাসীর স্বাস্থ্য। কানওয়াড় যাত্রা সংক্রান্ত স্বতঃপ্রণোদিত মামলায় এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট।
করোনা আবহে কানওয়াড় যাত্রায় ছাড় দিয়েছে যোগী সরকার। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের যৈক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে আগেই স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে সুপ্রিম কোর্ট। সেইসঙ্গে নির্দিষ্ট সংখ্যক পুণ্যার্থী নিয়ে কানওয়াড় যাত্রা আয়োজনের যে সিদ্ধান্ত নিয়েছিল উত্তরপ্রদেশ সরকার, তাও খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। জবাব তলব করা হয় উত্তরপ্রদেশ সরকারকে।
এদিনের শুনানিতে কানওয়াড় যাত্রা নিয়ে যোগী সরকারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বললো শীর্ষ আদালত। মানুষের স্বাস্থ্য ও জীবনের অধিকারকে গুরুত্ব দিতেই সুপ্রিম কোর্টের পুনর্বিবেচনা নির্দেশ বলে জানানো হয়েছে। আগামী সোমবারের মধ্যে উত্তরপ্রদেশ সরকারকে কানওয়াড় যাত্রা নিয়ে উত্তরপ্রদেশ সরকারকে তাদের সিদ্ধান্তের কথা জানাতে বলা হয়েছে। তারপরই চূড়ান্ত নির্দেশ দেবে শীর্ষ আদালত।
আরও পড়ুনঃ কুয়োয় পড়ে যাওয়া বালিকাকে উদ্ধার করতে গিয়ে ৩০ জন পড়ে গেলেন কুয়োয়, মৃত ৩
সুপ্রিম কোর্টের বিচারপতি রোহিনটন নরিম্যান এবং বিচারপতি বিআর গাভাইয়ের বেঞ্চের তরফে বলা হয়েছে, ‘প্রাথমিকভাবে আমাদের মত, দেশবাসীর স্বাস্থ্য আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। ধর্মীয়-সহ অন্য যে কোনও ভাবাবেগ মৌলিক অধিকারের কাছে গৌণ।’
আরও পড়ুনঃ হরিয়ানায় ১০০ কৃষকের বিরুদ্ধে দেশদ্রোহ মামলা দায়ের
করোনার পরিস্থিতির কথা বিবেচনা করে উত্তরাখণ্ড সরকার আগেই কানওয়াড় যাত্রা বাতিল করেছে। তবে এই যাত্রার অনুমতি দিয়েছে যোগীর সরকার। নির্দিষ্ট সংখ্যক পুণ্যার্থী নিয়ে আগামী ২৫ জুলাই থেকে উত্তরপ্রদেশ সরকার সেই বার্ষিক যাত্রা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল। এর জন্য কোভিড প্রোটোকলের কথাও বলা হয়েছিল। পূর্ণ্যার্থীদের জন্য মাস্ক, স্যানিটাইজার, টেস্টিং কিট, পালস অক্সিমিটার ও থার্মোমিটারের বন্দোবস্ত থাকছে। প্রয়োজনে ভক্তদের জন্য আরটিপিটি পরীক্ষা বাধ্যতামূলক। এ বছর কানওয়াড়া যাত্রায় ভক্ত সমাগম কম হবে বলে মনে করছে যোগী প্রশাসন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584