সংসদকে স্পিকারের ক্ষমতা পুনরায় বিবেচনা করার নির্দেশ শীর্ষ আদালতের

0
26

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

মঙ্গলবার বিচারপতি আর এফ নরিম্যানের নেতৃত্বাধীন একটি বেঞ্চ, সংসদকে সুপ্রিম কোর্টের ক্ষমতার পুনর্বিবেচনা করার জন্য পরামর্শ দিয়েছে।

আইনসভায় আইন প্রণেতদের পদ খারিজ করে দেওয়ার ক্ষমতা অধ্যক্ষের উপরেই বর্তায় কিনা, তা নির্ণয় করার প্রস্তাব দিয়েছে শীর্ষ আদালত। সাধারণত অধ্যক্ষ একটি রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে থাকেন, তাই এ বিষয়ে কোনও স্বাধীন সংস্থার উপর বিচারভার রাখা যায় কি না তা বিবেচনা করার পরামর্শ দিল সুপ্রিম কোর্ট।

supreme court | newsfront.co
ফাইল চিত্র

কংগ্রেসের তরফে এক নেতা শীর্ষ আদালতে মণিপুর বিধানসভার বিধায়ক শ্যামকুমার সিং-এর বিরুদ্ধে দলত্যাগী বিরোধী আইন প্রয়োগ করার আবেদন করেন।

আরও পড়ুনঃ প্রশান্ত অরুন্ধতীর আক্রমণকারী তেজিন্দর বিজেপির প্রার্থী

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ২০১৭ সালে মণিপুর বিধানসভা থেকে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শ্যামকুমার। পরে তিনি বিজেপির জোট সরকারের মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছিলেন। সুপ্রিম কোর্ট মণিপুরের স্পিকারকে চার সপ্তাহ সময় দিয়েছিল পিটিশনের বিষয়ে মতামত জানাতে। আরও বলা হয়েছিল, যদি অধ্যক্ষ মতামত না দেন সেক্ষেত্রে মহ ফজুর রহিম এবং কে মেঘাচন্দ্র এই পিটিশন দায়ের করতে পারে।

আরও পড়ুনঃ চন্দ্রশেখরকে দিল্লি সফরের অনুমতি দিল কোর্ট, শর্ত শুধুই নির্বাচনের কাজ

এর আগে মণিপুর হাইকোর্ট তাঁদের এই আবেদনের ফয়সলা হয়েছিল এবং দশম তফসিলের অধীনে বিচারব্যবস্থার সীমাবদ্ধতার কারণে এবিষয়ে কোনও নির্দেশ দেওয়া হয়নি।

জানানো হয়েছিল, “এই আদালতের তরফে এখনই কোনও নির্দেশ জারি করা উচিত হবে না। অধ্যক্ষের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং সে বিষয়ে বিবেচনা করা থেকে বিরত থাকবে হাইকোর্ট।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here