প্রাক্তন বিচারপতি রঞ্জন গগই-র রাজ্যসভায় মনোনয়নকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের সুপ্রিম কোর্টে

0
86

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগই-এর রাজ্যসভায় মনোনয়নকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের সুপ্রিম কোর্টে। দেশের প্রধান বিচারপতির পদ থেকে অবসর গ্রহণের চার মাস পরে রঞ্জন গগই-কে ২০২০ সালের মার্চ মাসে রাজ্যসভায় মনোনীত করে মোদী সরকার।

Ranjan Gogoi
সৌজন্যেঃ টাইমস অফ ইন্ডিয়া

রঞ্জন গগই-এর মনোনয়নের সময় সংবিধান বিশেষজ্ঞ থেকে শুরু করে সমাজকর্মী সহ সমাজের বিভিন্ন স্তর থেকে তিব্র বিরোধিতা শুরু হয়েছিল মোদী সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে। যারা সেসময় সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেন তাঁদের সকলেরই বক্তব্য ছিল সাংবিধানিক ক্ষমতা বিভাজনের ক্ষেত্রে আইনসভার কারজনির্বাহী সদস্য এবং বিচারব্যবস্থার মধ্যে পার্থক্য টা ঝাপসা হয়ে যাবে।

সমাজকর্মী ও আইনজীবী সতীশ এস কাম্ব্যের দায়ের করা করা মামলায় তিনি প্রশ্ন তুলেছেন রঞ্জন গগই-এর রাজ্যসভার সদস্য হওয়ার যোগ্যতা আছে কিনা সে নিয়ে। মামলায় আবেদন করা হয়েছে প্রকৃত তথ্য অনুসন্ধানের পরে গগইকে রাজ্যসভার সদস্য পদ থেকে অপসারণ করা হোক।

আরও পড়ুনঃ ব্যবসা করতে গেলে ‘জয় শ্রী রাম’ বলতে হবে, মুসলিম ব্যক্তিকে হেনস্থা মধ্যপ্রদেশে, গ্রেফতার ২

মামলার পিটিশনে বলা হয়েছে, রাজ্যসভার ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর নিজের লেখা কোন বই নেই, কোন সামাজিক কাজে তিনি কোনদিন যুক্ত ছিলেন না, বিজ্ঞান বা সাহিত্য কোন বিষয়েই তাঁর এমন কোন অতিরিক্ত কাজ নেই যার ভিত্তিতে তিনি রাজ্যসভায় মনোনীত সদস্য হতে পারেন।

আরও পড়ুনঃ কন্যাশ্রী, রূপশ্রীর পর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাফল্য, রাজ্যের আর্থিক সহায়তায় এগিয়ে আসছে বিশ্ব ব্যাঙ্ক

পিটিশনে বলা হয়েছে, গগইকে মনোনীত করে যে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়, তাতে সংবিধানের ৮০(১) (ক) সহ (৩) ধারা যুক্ত করা হয়। কিন্তু এর কোনটিই গগইএর ক্ষেত্রে প্রযোজ্য হয় না। উল্লেখ্য, রঞ্জন গগইকে মনোনীত করার পরে সমাজকর্মী মধু কিশওয়ার একটি জনস্বার্থ মামলা দায়ের করেন, যাতে বলা হয় গগইএর মনোনয়ন সরাসরি দেশের বিচারব্যবস্থার স্বাধীনতার ওপর প্রভাব ফেলবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here