ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
কেরল উপকূলে দুই ভারতীয় মৎস্যজীবী হত্যা মামলায় দুই ইটালি নাবিকের বিরুদ্ধে মামলা বন্ধ করার নির্দেশ দিল শীর্ষ আদালত। ক্ষতিপূরণের অর্থ বাবদ যে ১০ কোটি টাকা ধার্য করা হয়েছিল তা ইটালি তরফে ভারতকে ট্রান্সফার করার ব্যাপারে নিশ্চিত হওয়ার পরই মঙ্গলবার সুপ্রিম কোর্ট মামলা বন্ধের নির্দেশ দেয়।
২০১২ সালে স্পেশ্যাল ইকোনমিক জোনের মধ্যে মাছ ধরছিলেন কেরালার ওই দুই মৎসজীবী। পাশ দিয়ে যাচ্ছিল ইটালির এক তেল বোঝায় জাহাজ। তখন ওই দুই মৎস্যজীবী গুলিবিদ্ধ হয়ে মারা যান। অভিযুক্ত দুই নাবিক সালভাতোর গিরোনে ও মাসসিমিলানো লাতোরকে আটক করে ভারত।
BREAKING : Supreme Court Quashes Criminal Cases Against Italian Marines In Enrica Lexie Case Accepting Compensation https://t.co/JOf1CJSNOD
— Live Law (@LiveLawIndia) June 15, 2021
আরও পড়ুনঃ দিল্লি দাঙ্গা মামলায় জামিন পেলেন আসিফ-দেবাঙ্গনা-নাতাশা
ইটালির তরফে দাবি করা হয়, মৎস্যজীবীদের ডাকাত ভেবে ভুলবশত গুলি করা হয়। এই নিয়ে দু’দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। শেষ পর্যন্ত গত এপ্রিল মাসে সুপ্রিম কোর্টের মধ্যস্থতায় স্থির হয় ক্ষতিপূরণ বাবদ দুই মৎস্যজীবী পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। সেই ক্ষতিপূরণ প্রক্রিয়া সম্পন্ন হতেই মঙ্গলবার মামলা বন্ধ করার নির্দেশ দিল শীর্ষ আদালত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584