ওয়েবডেস্কঃ-
পরকীয়া আর অপরাধ বলে গণ্য হবেনা। আজ বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ আদালত ১৫৮ বছরের পুরনো বভিচার আইনকে অসাংবিধানিক আখ্যা দিয়ে এই রায় ঘোষণা করে।
প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে আর এফ নরিম্যন, এ এম খানউইলকর, ডি ওয়াই চন্দ্রচূড় ও ইন্দু মালহোত্রার বেঞ্চ আজ রায় ঘোষণা করতে গিয়ে বলেন যে কোন স্ত্রী তার স্বামীর সম্পত্তি নয় অর্থাৎ স্বামী কোন ভাবেই প্রভু হিসাবে গণ্য হতে পারে না। মানুষের ব্যক্তিগত অধিকারকে প্রাধান্য দিয়ে সুপ্রিম কোর্ট ৪৯৭ ধারাটাই অবৈধ ঘোষণা করে ।নারী ও পুরুষের অধিকার যেহেতু সমান, তাই যে কোনও সম্পর্ক নির্দিষ্ট ব্যক্তির উপরেই নির্ভর করে। তাই পরকীয়াও কোনও ফৌজদারি অপরাধ নয়।
ব্রিটিশ আমলের আইন অনুযায়ী কোনও ব্যক্তি কোনও বিবাহিত মহিলার সঙ্গে যৌন সম্পর্ক করলে এবং তাতে যদি ওই মহিলার স্বামীর সম্মতি না থাকে, তাহলে পাঁচ বছর পর্যন্ত জেল এবং জরিমানা বা উভয়ই হতো ঐ ব্যক্তির। তবে সেক্ষেত্রে মহিলা দোষী সাব্যস্ত হতনা।
উল্লেখ্য, তবে ডিভোর্স মামলায় পরকীয়া কারণ হিসেবে দেখানো যেতে পারে।(ছবি -সংগৃহীত ও প্রতীকি)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584