নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
সূচি মেনেই হবে জেইই ও নিট পরীক্ষা। মেডিক্যালের সর্বভারতীয় অভিন্ন প্রবেশিকা পরীক্ষা (নিট) এবং সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষায় (জেইই মেন) স্থগিতাদেশের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল হয়েছিল। সোমবার তা খারিজ করে দিল শীর্ষ আদালত।
বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চ রায় দেয়, করোনাভাইরাস পরিস্থিতি সত্ত্বেও ‘জীবন চলতে হবে’ এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) সিদ্ধান্তে হস্তক্ষেপ করে পড়ুয়াদের জীবনকে বিপদের মুখে ঠেলে দিতে পারে না আদালত। তিন সদস্যের বেঞ্চ বলে, ‘পড়ুয়াদের কেরিয়ার বিপদের মধ্যে ফেলা যায় না। আমরা এই পিটিশনে কোনও ভিত্তি খুঁজে পাচ্ছি না। পিটিশন খারিজ করে দেওয়া হল।’
আরও পড়ুনঃ লকডাউনেও এবার ফেসবুক লাইভেই দেখা মিলবে চিড়িয়াখানার প্রাণীদের
কেরিয়ার নিয়ে কোনো ছেলেখেলা করা যাবে না। আগামি সেপ্টেম্বরে জেইই ও নিট পরীক্ষার আয়োজনের সূচি স্থির হয়েছে। চলতি মাসের শুরুর দিকে জেইই ও নিট পরীক্ষা স্থগিতাদেশের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেন ১১ টি রাজ্যের ১১ জন পড়ুয়া।
তাঁদের আর্জি ছিল, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা না নেওয়া হোক। গত ৩ জুলাইয়ের নোটিশে এনটিএ জানিয়েছিল, আগামী সেপ্টেম্বরে জেইই এবং নিট পরীক্ষা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584