ওয়েব ডেস্ক নিউজ ফ্রন্ট:
সিবিএসসি বোর্ডের দ্বাদশ শ্রেণীর বাকি পরীক্ষা বাতিল করে আভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে ফল প্রকাশ করা যায় কিনা সে বিষয়ে আলোচনা করে পরের সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানানোর জন্য নির্দেশ দিল সুপ্রিম কোর্টের জাস্টিস এ এম খানওয়ালিকর, জাস্টিস দীনেশ মহেশ্বরী ও জাস্টিস সঞ্জীব খান্নার বেঞ্চ।
গত ১৮ই মে সিবিএসই বোর্ড বিজ্ঞপ্তি জারি করে জানায় যে ১-১৫ জুলাইয়ের মধ্যে তাদের দ্বাদশ শ্রেণীর পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আইনজীবী ঋষি মালহোত্রার মাধ্যমে অভিভাবকদের এই আবেদন বলা হয় যে সিবিএসসি বোর্ডের উপস্থিতি রয়েছে এমন ২৫ টি দেশে ইতিমধ্যে পরীক্ষা বাতিল করা হয়েছে। শুধু তাই নয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় গুলিও পরীক্ষা বাতিল করেছে। তাই করোনার এই উদ্বিগ্ন পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের সুরক্ষার কথা ভেবে পরীক্ষা বাতিল করা উচিত।
আরও পড়ুন:শিক্ষক নিয়োগে দূর্নীতির তদন্তকারী পুলিশ অফিসারের বদলি ঘিরে প্রশ্ন
এছাড়াও বারবার পরীক্ষা পিছিয়ে দিলে ফল প্রকাশে দেরি হবে। ফলে বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে অসুবিধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে। তাই আভ্যন্তরীণ মূল্যায়নের উপর ভিত্তি করে ফল প্রকাশ করার আবেদন করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584