ত্রিপুরার পু্রভোটের হিংসা রুখতে আরও দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ শীর্ষ আদালতের

0
64

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

ত্রিপুরায় চলছে পুরভোট। এই ভোটকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠেছে গোটা ত্রিপুরা। শাসকদল বিজেপির বিরুদ্ধে ভোট রিগিং-এর একাধিক অভিযোগ উঠেছে। বিরোধীরা বারবার গুন্ডাগিরির অভিযোগ করেছে শাসকদলের বিরুদ্ধে। ইতিমধ্যে প্রধান বিরোধী দল সিপিআই ভোট নিয়ে হিংসার অভিযোগ তুলে দ্বারস্থ হয়েছে শীর্ষ আদালতের।

Supreme court

রাজ্যের আর এক বিরোধী দল তৃণমূল কংগ্রেস তাদের পার্টি অফিস ভাংচুর, দলীয় কর্মীদের মারধরের অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন দলের সাংসদরা। গ্রেফতার হয়েছিলেন তৃণমূল যুব দলের সভাপতি সায়নী ঘোষ। ত্রিপুরার হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করে গতকাল প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন তৃণমূল দলের সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এতকিছুর মাঝেও আজ বৃহস্পতিবার চলছে ত্রিপুরার পুরভোট। মাঝে মাঝে চারিদিক থেকে আসছে হিংসাত্মক ঘটনার খবর। এর মধ্যেই গতকাল সিপিআইয়ের করা মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, ত্রিপুরার পুরভোটে আরও দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর। খবরটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএনআই।

আরও পড়ুনঃ ভয়ের আবহে পুরভোট ত্রিপুরায়, বিজেপির বিরুদ্ধে বিরোধীদের আক্রমণের একাধিক অভিযোগ

এদিন মামলার শুনানিতে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, রাজ্য নির্বাচন কমিশন ও ত্রিপুরা পুলিশ আধিকারিকদের প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিশ্চিত করতে হবে। ত্রিপুরার পুরভোটে সব বুথে সিসিটিভি নেই। তাই ভোট গ্রহণ কেন্দ্রে সাংবাদিকদের ঢুকতে দেওয়ার পারমিশন দিতে হবে। সাথে ব্যালটের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।

আরও পড়ুনঃ মেঘালয়ের কংগ্রেসে বড় ভাঙন, ১২ জন বিধায়ক দলত্যাগ করে যোগ দিলেন তৃণমূলে

এবারের পুরভোটে আগরতলা পুরনিগম, ১৩ টি পুর পরিষদ এবং ৬ টি নগর পঞ্চায়েত আছে। সব মিলিয়ে ২০ টি পুর অঞ্চলে ৩৩৪ টি ওয়ার্ড আছে। এরমধ্যে আজ ২২২ টি আসনে ভোট গ্রহণ চলছে। অন্যদিকে ১১২ টি আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। শীর্ষ আদালতের ঘোষণা অনুযায়ী, আগরতলার প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে থাকছে ৫ জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। পুরভোটের ফলাফল ঘোষিত হবে ২৮ শে নভেম্বর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here