শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
টুলকিট মামলায় ছত্তিশগড় সরকারের দুটি পৃথক আপিল শোনার আবেদন খারিজ করে দিল সুপ্রীম কোর্ট। বর্ষীয়ান বিজেপি নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং এবং বিজেপির মুখপাত্র সম্বিত পাত্রের বিরুদ্ধে টুলকিট বিষয়ে ভুয়ো টুইট করার অভিযোগে দুজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়, সেই এফআইআর-এর তদন্তে স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। আদালতের এই স্থগিতাদেশকে চ্যালেঞ্জ সুপ্রীম কোর্টের দ্বারস্থ হয়েছিল সরকার।
সেই মামলায় প্রধান বিচারপতি এন ভি রমনার নেতৃত্বাধীন বেঞ্চ সরকারের আবেদন খারিজ করে দিয়ে বলে, “ছত্তিশগড় হাইকোর্টকে এই মামলার সিদ্ধান্ত নিতে দিন।“
অন্যদিকে, বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি হিমা কোহলির বেঞ্চ জানিয়েছে যে, এই বিষয়ে নতুন মামলাগুলিকে আলাদাভাবে দেখা যাবে না কারণ ইতিমধ্যেই টুলকিট ইস্যু সম্পর্কিত বহু মামলা বিভিন্ন হাইকোর্টে বিচারাধীন রয়েছে। রাজ্যের পক্ষে আইনজীবী অভিষেক মনু সিংভি মামলার রেকর্ড উল্লেখ করতে চাইলে আদালত বলে, “কোন লিভ পিটিশন আর আদালত গ্রহণ করবে না।“
আরও পড়ুনঃ কানাডার নির্বাচনে তৃতীয়বার জয়ী জাস্টিন ট্রুডো, পার্লামেন্টে সংখ্যা গরিষ্ঠতা পায়নি লিবারেল পার্টি
শীর্ষ আদালত ছত্তিশগড় হাইকোর্টের কাছে ভুয়ো টুলকিট মামলার সঙ্গে যুক্ত অন্যান্য আবেদনের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানিয়েছে। পাশাপাশি সুপ্রীম কোর্ট এও বলে যে, বিষয়গুলিতে যেন আগের পর্যবেক্ষণের দ্বারা প্রভাবিত না হয় হাইকোর্ট।
আরও পড়ুনঃ গরুর দুধে সোনা তত্ত্বে পূর্বসূরির পাশেই দাঁড়ালেন বঙ্গ বিজেপির নতুন সভাপতি সুকান্ত মজুমদার
উল্লেখ্য, গত ১৯ মে, ভারতের জাতীয় ছাত্র ইউনিয়ন (এনএসইউআই) ছত্তিশগড় ইউনিটের সভাপতি আকাশ শর্মা অভিযোগ করেন যে রমন সিং সম্বিত পাত্র এবং অন্যান্যরা কংগ্রেসের একটি নকল লেটারহেডে কিছু ভুয়ো তথ্য সাজিয়ে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছেন। সেই অভিযোগের ভিত্তিতেই দায়ের হয় এফআইআর। আর এই এফআইআর-এর তদন্তে স্থগিতাদেশ দেয় হাইকোর্ট।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584