শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলায় কিছুটা স্বস্তি রাজ্যের, বাধা থাকল না নিয়োগে।প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলাটি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।
আজ সুপ্রিম কোর্টে বেশ কিছুক্ষণ শুনানি হয়, মামলাকারীদের দাবি ছিল প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে। সে কারণে বাতিল করা হোক নিয়োগ প্রক্রিয়া। কিন্তু সুপ্রীম কোর্ট হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ই বহাল রেখেছে বলেই জানা গিয়েছে।
আরও পড়ুনঃ পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে এন ভি রমন্নার নাম প্রস্তাব এস এ বোবদে-র
মামলাটি হাইকোর্টের ডিভিশন বেঞ্চেই পাঠিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলত এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি করবে কলকাতা হাইকোর্ট। ফলে অনেকটাই নিশ্চিন্ত হলেন চাকরি প্রার্থীরা।
সরকারেরও কোন বাধা থাকল না নিয়োগ প্রক্রিয়া চালাতে। তাই ভোটের মুখে অনেকটাই স্বস্তিতে রাজ্য সরকার। শর্তসাপেক্ষে ১৫,২৮৪ টি পদের নিয়োগে থাকলোনা আর বাধা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584