আবেদন খারিজ, নির্ধারিত দিনেই পরীক্ষা জানাল সুপ্রিমকোর্ট

0
36

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

জয়েন্ট এন্ট্রান্স, নিট স্থগিতের আর্জি খারিজ সুপ্রীম কোর্টে, নির্ধারিত দিনেই পরীক্ষা হবে। ছয়টি অবিজেপি রাজ্য সুপ্রিম কোর্টে আবেদন জানায় জেইই ও এনইইটি পরীক্ষা আপাতত স্থগিত রাখার জন্য, সুপ্রীম কোর্ট সেই আর্জি খারিজ করে দিয়েছে। ১ সেপ্টেম্বর থেকে যেমন জেইই পরীক্ষা হচ্ছে তেমনই হবে আর এনইইটি নির্ধারিত ১৩ সেপ্টেম্বরই হবে।

Supreme court | newsfront.co
ফাইল চিত্র

করোনা পরিস্থিতির কারণে ছাত্রদের নিরাপত্তার কথা মাথায় রেখে কিছু ছাত্র সংগঠন সুপ্রিম কোর্টে পরীক্ষা পিছনোর আবেদন জানিয়েছিল, সেই আবেদনও কোর্ট খারিজ করে দেয়। বিচারপতি বলেন, করোনার জন্য অনির্দিষ্টকাল সবকিছু বন্ধ থাকতে পারেনা, পরীক্ষার্থীদের একটি বছর নষ্ট করা যাবে না।

আরও পড়ুনঃ সরকারের নগ্ন রূপ প্রকাশ্যে আনা আমার অপরাধ ছিলঃ কাফিল খান

আদালতের এই রায়ের বিরুদ্ধে সরব হয় ছয়টি অবিজেপি রাজ্য। আদালতের রায় পুনর্বিবেচনার আর্জি জানায় পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, ছত্তিশগড়, মহারাষ্ট্র, পাঞ্জাব ও রাজস্থান সরকার। তাঁদের বক্তব্য ছিল করোনা মহামারি কাটিয়ে এখনও স্বাভাবিক হয়নি দেশের যান চলাচল ব্যবস্থা অন্তত সেই সময়টা দেওয়া হোক পরীক্ষার্থীদের।

আরও পড়ুনঃ চালু হচ্ছে কলকাতা-লন্ডন বিমান পরিষেবা, শুরু হয়েছে বুকিং

এছাড়া আবার সংক্রমণ ছড়িয়ে পড়ার ভয় তো আছেই। আজ সেই আর্জি ও খারিজ করে দিয়েছে বিচারপতি অশোক ভূষণ, বি আর গাভাই ও কৃষ্ণ মিরারীর ডিভিশন বেঞ্চ ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here