সুপ্রীমকোর্ট সাত রোহিঙ্গাকে ভারতে রেখে দেওয়ার আবেদন খারিজ করল

0
89

ওয়েবডেস্কঃ-

আজ বৃহস্পতিবার সুপ্রীমকোর্ট কেন্দ্রীয় সরকারের সাত রোহিঙ্গাকে মায়ানমার পাঠানোর সিদ্ধান্তের বিরুদ্ধে করা আবেদন প্রত‍্যাখান করল।

বাদিক থেকে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, জাস্টিস এস কে কেউল ও জাস্টিস কে এম জোসেফ(ছবি সৌজন্যে-লাইভ ল)

আসামের ডিটেনশন ক‍্যাম্পে থাকা সাত রোহিঙ্গার পক্ষে আবেদন করেছিলেন আইনজীবী প্রশান্ত ভূষণ। কিন্তু প্রধান বিচারপতি রঞ্জন গগৈ’এর নেতৃত্বে জাস্টিস এস কে কউল, জাস্টিস কে এম জোসেফের বেঞ্চ সেই আবেদন খারিজ করে দেন।

লাইভ ল সূত্রে জানা যায় যে আইনজীবী প্রশান্ত ভূষণ আদালতের সামনে বলেন যে  সেই সাতজন রোহিঙ্গা জীবন রক্ষার তাগিদে ২০১২ সালে এ দেশে পালিয়ে আসে। তারপরই মায়ানমারে গণহত্যা ও বর্বরতা শুরু হয়। মায়ানমার সরকারও তাদের নাগরিক হিসেবে চিনতে অস্বীকার করেছে। তারা সেখানে ফিরে গেলে  মেরে ফেলা হবে ইত‍্যাদি ইত‍্যাদি।

এর বিপরীতে এ এস জি তুষার মেহেতা বলেন যে আইনজীবী প্রশান্ত ভূষণের তথ্য গুলো বেশিরভাগ খবরের কাগজের উপর ভিত্তি করে দেওয়া।আসাম সরকার তাদের ডিটেইলস তথ্য জোগাড় করেছে। তারা অবৈধভাবে এদেশে প্রবেশ করেছে। মায়ানমার সরকারও তাদের ফিরিয়ে নিতে চেয়েছে।

তখন প্রধান বিচারপতি বলেন যে তারা অবৈধ অনুপ্রবেশকারী এবং তাদের সরকারও মেনে নিয়েছে যে তারা মায়ানমারের নাগরিক। তাই শেষ পর্যন্ত তাদের আবেদন খারিজ করে দেয় সুপ্রীমকোর্ট।

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here