ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
ফেক অ্যাকাউন্ট বাছাইয়ের জন্য মঙ্গলবার সোশ্যাল মিডিয়ার সঙ্গে আধার কার্ডের লিঙ্কের আবেদন মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট।
SC Dismisses Plea Seeking Social Media- Aadhaar Linkage To Remove 'Fake' Accounts To Curb 'Fake News' https://t.co/jUXV21zHeg
— Live Law (@LiveLawIndia) May 26, 2020
সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস নাগেশ্বরা রাও , জাস্টিস কৃষ্ণা মুরারি ও জাস্টিস রবীন্দ্র ভাটের বেঞ্চ বিজেপি নেতা অশ্বিনী কুমারের আবেদন খারিজ করে দেয়।
আরও পড়ুন:সিএএ-বিরোধী কর্মী শারজিল ইমামের আবেদনের ভিত্তিতে চার রাজ্যকে নোটিশ জারি সুপ্রিম কোর্টের
আবেদনে দাবি করা হয় টুইটার ও ফেসবুকের শতকরা ১০ শতাংশ ভারতীয় অ্যাকাউন্ট ফেক। এই ফেক অ্যাকাউন্টগুলো থেকে অনেক সময় ভুয়ো খবর ছড়িয়ে দাঙ্গা পর্যন্ত লাগানো হচ্ছে। দিল্লির দাঙ্গা এর অন্যতম বড় উদাহরণ।২০১৯ সালে দিল্লি হাইকোর্টও এই আবেদন খারিজ করে দেয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584