ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
জাস্টিস আরএফ নরিমান, জাস্টিস নবীন সিনহা ও জাস্টিস ইন্দিরা ব্যানার্জির বেঞ্চ বাবরি মসজিদ ধ্বংস মামলায় লক্ষ্মৌয়ের স্পেশাল সিবিআই কোর্টের রায়দানের মেয়াদ ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করল সুপ্রিম কোর্ট। ফলে ফের পিছিয়ে গেল বাবরি মসজিদ ধ্বংস মামলার রায়।
Babri Demolition : SC Extends Deadline To Sep 30 For Judgment In Criminal Conspiracy Case Against Advani, MM Joshi Etc [Read Order] https://t.co/ekSj5ZmHJF
— Live Law (@LiveLawIndia) August 22, 2020
২০১৯ সালের ১৯ শে জুলাই সুপ্রিম কোর্ট ট্রায়াল কোর্টকে নির্দেশ দেয় যে ৬ মাসের মধ্যে প্রমাণের রেকর্ডিং করে ৯ মাসের মধ্যে রায়দান করতে হবে। ২০১৯ সালের ৩০শে সেপ্টেম্বর সেই স্পেশাল সিবিআই কোর্টের বিচারপতির অবসর নেওয়ার কথা ছিল। কিন্তু সুপ্রিম কোর্ট উত্তরপ্রদেশ সরকারকে প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে বিচারপতির মেয়াদকাল বৃদ্ধি করার নির্দেশ দেয়।
পরে ৬ ই মে ট্রায়াল কোর্টের বিচারপতি সুরেন্দর কুমার যাদব সুপ্রিম কোর্টের কাছে সময় চেয়ে চিঠি লিখে সময় চেয়ে আবেদন জানান যে প্রমাণের রেকর্ডিং সম্পূর্ণ হয়নি। সেই আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্টের জাস্টিস আরএফ নারিমান এবং জাস্টিস সূর্যকান্তের বেঞ্চ ট্রায়াল কোর্টের বিচারপতির ভিডিও কনফারেন্স সুবিধাসহ মেয়াদকাল ৩১ শে আগস্ট পর্যন্ত বৃদ্ধি করার নির্দেশ দেয়।
আরও পড়ুন:সামাজিক দায়বদ্ধতায় পিছু হটল প্রকাশক, ভারতে প্রকাশিত হবে না কপিল মিশ্রর লেখা বই
এই মামলায় বিজেপির বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবানি, মুরলী মনোহর যোশী, কল্যান সিংহ , উমা ভারতী সহ ১৩ জনের ভাগ্য নির্ধারণ হবে। তাদের বিরুদ্ধে ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের ষড়যন্ত্র করার অভিযোগ রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584