শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ
চলছিল নানা বিতর্ক, আসছিল বারবার পরিবেশকর্মীদের তরফ থেকে নানা বাধা, শেষ পর্যন্ত পরিস্থিতি গড়িয়েছিল দেশের সর্বোচ্চ আদালতে। অবশেষে আদালতের হস্তক্ষেপে জট কাটল চারধাম প্রকল্পের। চারধাম প্রকল্পের সাথে সংযোগ স্থাপন কারী রাস্তাগুলো চওড়া করার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রককে দায়িত্ব দিয়েছিল। কিন্তু পরিবেশের কথা বিবেচনা করে বারবার বাধা আসছিল প্রকল্পের কাজে। তবে দেশের সর্বোচ্চ আদালত কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রক কে রাস্তা চওড়া করার জন্য সবুজ সংকেত দিল।
বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, সূর্যকান্ত ও বিক্রমনাথের দ্বারা গঠিত বেঞ্চ কেন্দ্রীয় মন্ত্রকের যাবতীয় রিপোর্ট দেখে সবুজ সংকেত দিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রক এর দাবি সীমান্তের সুরক্ষার কথা ভেবে রাস্তা চওড়া করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আদালত স্পষ্ট জানিয়েছে, “কেন্দ্রীয় মন্ত্রকের এই প্রকল্পে কোন প্রকার সমস্যা দেখছে না। কিভাবে সশস্ত্র বাহিনী কে পরিচালনা করবে সেই কর্তৃত্ব প্রতিরক্ষামন্ত্রকের হাতে বিশেষ ভাবে অর্পিত আছে। আদালত বিচার ব্যবস্থার ব্যাপারটি দেখতে পারে কিন্তু সেনাবাহিনীর সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করার জন্য কোথায় কি দরকার সেটা অনুমান করতে পারে না। ”
এছাড়াও আদালত জানিয়েছে, সরকারের পলিসি নিয়ে কোন প্রকার প্রশ্ন তুলবে না। আদালত , একটি বিবৃতিতে জানিয়েছে, তিনটি স্ট্র্যাটেজিক হাইওয়েকে ডবল লেন করার জন্য অনুমোদন দিয়েছে আদালত। তবে এই প্রকল্পের শুরু থেকেই বিভিন্ন পরিবেশ প্রেমী সংগঠন গুলো ঘোর বিরোধিতা করে আসছে। তাদের দাবি রাস্তা সম্প্রসারণ করলে পরিবেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই প্রসঙ্গে বলতে গিয়ে আদালত জানিয়েছে, পরিবেশ রক্ষার ব্যাপারটি গুরুত্ব দিয়ে দেখছেন আদালত। হয়তো কিছু ক্ষেত্রে পরিবেশের ক্ষতি হবে কিন্তু তাঁর সমাধান সূত্র বের করতে হবে।
আরও পড়ুনঃ বিএসএফের ক্ষমতা বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করল পাঞ্জাব সরকার
পাশাপাশি আদালত জানিয়েছে, পরিবেশ রক্ষার ব্যাপারে হাই পাওয়ার কমিটির সুপারিশ এবং নির্দেশিকা মেনে কাজ পরিচালনা করতে হবে। আদালতের বিশেষ সূত্র অনুযায়ী, “প্রকল্পের কাজটি ঠিকঠাক ভাবে পর্যবেক্ষণ করার জন্য আদালতের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এ কে সিকরি কে দায়িত্ব দেওয়া হয়েছে।” নির্দেশের বাইরে অন্যথা পদ্ধতিতে কাজ হলে সরাসরি আদালতকে জানাবেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584