নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
স্বস্তি পেল টেলিকম সংস্থাগুলি। দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচিয়ে দিল সু্প্রিম রায়। টেলিকম সংস্থাগুলির বকেয়া প্রায় ১.৬ লক্ষ কোটি টাকার স্পেকট্রাম ও লাইসেন্স ফি মেটানোর জন্য ১০ বছর বরাদ্দ করল শীর্ষ আদালত। রায়ে বলা হয়েছে, কয়েকটি কিস্তিতে অর্থ শোধ করতে হবে। টেলিকম সংস্থাগুলিকে বকেয়া বা ঋণ নির্দেশ মেনে শোধ না করা করলে তা আদালত অবমাননা বলে বিবেচিত হবে।
এদিন বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, করোনা জেরে আগামী বছর অর্থাৎ ২০২১ সালের ৩১ মার্চের মধ্যে বকেয়ার ১০ শতাংশ মিটিয়ে দিতে হবে। বাকি অর্থ একাধিক কিস্তিতে বকেয়া এজিআর গ্রহণ শুরু হবে ২০২১ সালের ১ এপ্রিল থেকে।
আরও পড়ুনঃ বিজেপির নির্দেশে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে সরলো ১৪ টি পেজ
২০৩১ সালের ৩১ মার্চের মধ্যে কিস্তিতে সম্পূর্ণ ধার শোধ করতে হবে টেলিকম সংস্থাগুলিকে। প্রত্যেক বছর ৭ ফেব্রুয়ারির মধ্যে কিস্তির টাকা জমা করতে হবে। এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে যে সংস্থা সেই নির্দেশ পূরণে ব্যর্থ হবে, তাদের আদালত অবমাননার দায়ে শাস্তি দেওয়া হবে বলেও জানিয়েছে শীর্ষ আদালত। এই সুপ্রিম রায়ে টেলিকম সংস্থাগুলি যে নতুন করে অক্সিজেন পেল তা বলার অপেক্ষা রাখে না।
ভারতে টেলিকম সংস্থাগুলির মোট বকেয়ার পরিমাণ ১৪০০ কোটি টাকা। সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে ভারতী এয়ারটেল ও রিলায়েন্স জিও-এর সুবিধা হবে বলেই মনে করেন জিও এয়ারটেলের লগ্নি কৌশলের প্রধান ভি কে বিজয় কুমার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584