স্বস্তিতে সুফিয়ান, আগাম জামিন মঞ্জুর শীর্ষ আদালতে

0
58

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

ভোট পরবর্তী হিংসা মামলায় শীর্ষ আদালতে স্বস্তি পেলেন তৃণমূল নেতা শেখ সুফিয়ান। সুপ্রিম কোর্টে মঞ্জুর হয় তাঁর আগাম জামিনের আবেদন। এর আগে কলকাতা হাইকোর্ট খারিজ করে দেয় তাঁর আগাম জামিনের আবেদন।

Supreme court gives relief to Sufiyan

একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল জয়ের পর থেকেই তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে ভোট পরবর্তী হিংসার। কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, খুন, ধর্ষণের মতো বেশি গুরুত্বপূর্ণ ঘটনার তদন্তভার দেওয়া হয় সিবিআইকে। সেই অনুযায়ী নন্দীগ্রামের বিজেপি কর্মী দেবব্রত মাইতি খুনের ঘটনার তদন্ত শুরু করে সিবিআই। সেই মামলায় মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন সিবিআই আধিকারিকরা। তাঁদের অভিযোগের তির ছিল শেখ সুফিয়ানের দিকে।

আদালতের নির্দেশে তদন্ত শুরু করে সিবিআই। গ্রেপ্তারি এড়াতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন শেখ সুফিয়ান। কিন্তু হাইকোর্ট সে আবেদন খারিজ করে দিলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সুফিয়ান। উল্লেখ্য, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট ছিলেন শেখ সুফিয়ান। এর আগে আদালত জানিয়েছিল ৩১ জানুয়ারি পর্যন্ত সুফিয়ানকে গ্রেপ্তার করা যাবে না, এদিনের শুনানিতে সুফিয়ানের আগাম জামিন মঞ্জুর করলো আদালত।

আরও পড়ুনঃ হৃদয়ে বিদ্বেষের বিষ লালন করে ছাত্র তৈরি করবেন! প্রশ্ন জেএনইউ-এর প্রথম মহিলা উপাচার্যকে ঘিরে

এর আগে মামলার শুনানিতে ৩১ জানুয়ারি পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা যাবে না বলেই জানানো হয়। বুধবার জবাব সওয়াল শোনার পর সুফিয়ানের আগাম জামিনের আবেদন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। ফলত আপাতত স্বস্তিতে তৃণমূল নেতা শেখ সুফিয়ান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here