ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
হায়দ্রাবাদ এনকাউন্টার নিয়ে গঠিত তদন্ত কমিশনের মেয়াদ আরও ৬ মাস বৃদ্ধির অনুমতি দিল সুপ্রিম কোর্ট।
করোনা আবহে তদন্ত কমিশনের তরফ থেকে সুপ্রিম কোর্টে আবেদন করা হয় এনকাউন্টারের সম্পূর্ণ তদন্ত করতে কমিশনকে যেন আরও ৬ মাস সময় দেওয়া হয়।
শীর্ষ আদালতের প্রধান বিচারপতি জাস্টিস এসএ বোবদের বেঞ্চ সেই আবেদনে সাড়া দিয়ে তদন্ত কমিশনের মেয়াদ ৬ মাস বাড়িয়ে দেয়।
SC Grants 6 Months Extension To Complete Probe In Hyderabad Encounter https://t.co/r0U9PHIFAl
— Live Law (@LiveLawIndia) July 24, 2020
গত বছর ২৭ নভেম্বর শামসেরাবাদের টোলপ্লাজার কাছে পশু চিকিৎসক মহিলাকে ধর্ষণ করে পুড়িয়ে হত্যা করা হয়। ২৯ নভেম্বর অভিযুক্ত চারজনকে গ্রেফতার করে তেলেঙ্গানা পুলিশ। কড়া সুরক্ষায় অভিযুক্তদের চেরলাপল্লি কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছিল। তারপর ৬ই ডিসেম্বর ভোররাতে অভিযুক্তদের নিয়ে সেই ঘটনারই পুনর্নির্মাণ করছিল পুলিশ। সেই সময়ই ওই চার অভিযুক্ত পালানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের দাবি সেই সংঘর্ষের মৃত্যু হয় হায়দ্রাবাদ পশু চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত চারজনের।
আরও পড়ুন:পুলিশ এনকাউন্টারে মৃত্যু হায়দ্রাবাদ গণধর্ষণে অভিযুক্ত চারজনের
সেই এনকাউন্টার নিয়ে গত ১২ই ডিসেম্বর জুডিশিয়াল এনকোয়ারির নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সঙ্গে ৬ মাসের মধ্যেই তদন্ত শেষ করার নির্দেশ দেয় ভারতের সর্বোচ্চ ন্যায়ালয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584