ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
আসাম এনআরসি’র কো-অর্ডিনেটর প্রতীক হাজেলাকে বদলির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রতীককে মধ্যপ্রদেশে বদলি করা হয়েছে। তবে হাজেলাকে বদলির কারন এখনও অজানা। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ , বিচারপতি এসএ বোবদে এবং বিচারপতি আরএফ নরিম্যানের বেঞ্চ হাজেলাকে বদলির নির্দেশ দিয়েছে।
কেন আসাম এনআরসি’র কো-অর্ডিনেটরকে বদলি করা হল, সর্বোচ্চ আদালতে তার কারন জানতে চেয়েছেন অ্যাটর্নি জেনারেল কে কে বেনুগোপাল। প্রত্যুত্তরে প্রধান বিচারপতি কোন সুনির্দষ্ট কারনের উল্লেখ না করলেও জানান যে, ‘কোন কারন ছাড়া কি নির্দেশ দেওয়া হতে পারে?’
আরও পড়ুনঃ দেশের পরবর্তী বিচারপতি পদে বোবদের নাম প্রস্তাব
প্রসঙ্গত উল্লেখ্য, গত ৩১ আগষ্ট আসামে চুড়ান্ত এনআরসি তালিকা প্রকাশিত হয়। যে তালিকাকে খোদ বিজেপি ত্রুটিপূর্ন বলে দাবি করেছে। সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, গত মাসে আসাম পুলিশে হাজেলার বিরুদ্ধে দুটি মামলা দায়ের হয়।
৩ কোটি ৩০ লক্ষ ২৭ হাজার ৬৬১ জন আবেদনকারীর মধ্যে এনআরসি তালিকায় স্থান পেয়েছে ৩ কোটি ১১ লক্ষ ২১ হাজার ৪ জন। জাতীয় নাগরিকপঞ্জী তালিকা থেকে বাদ পড়েছে ১৯ লক্ষ ৬ হাজার ৬৫৭ জনের নাম।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584