নিউজফ্রন্ট,ওয়েবডেস্কঃ
বারাণসী কেন্দ্র থেকে মোদির বিরুদ্ধে প্রার্থী তেজ বাহাদুর যাদব মনোনয়নপত্র বাতিল করেছিল নির্বাচন কমিশনার।নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তেজ বাহাদুর যাদব।
বুধবার দেশের শীর্ষ আদালত নির্বাচন কমিশনার কে তেজ বাহাদুর যাদবের মনোনয়নপত্র পুনর্বার বিবেচনা আদেশ দিয়েছে এবং আগামীকাল সুপ্রিম কোর্টে রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছে।
উল্লেখ্য,আগামী ১৯ শে মে বারাণসীতে ভোট গ্রহণ পর্ব শুরু হবে।তেজ বাহাদুর যাদব দুবার তার মনোনয়নপত্র প্রকাশ করেছিলেন। প্রথমবার প্রার্থী হবার সময় তেজ বাহাদুর যাদব তার মনোনয়ন পত্রে লিখেছিলেন বিএসএফ থেকে তাকে বিতাড়িত করা হয়েছে।
আরও পড়ুনঃ তেজবাহাদুরের মনোনয়ন বাতিল,সুপ্রিমকোর্টে যাওয়ার সিদ্ধান্ত
দ্বিতীয়বার সমাজবাদী পার্টির হয়ে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে তিনি মনোনয়নপত্র বিএসএফ থেকে বিতাড়িত হওয়ার ব্যাপারটি উল্লেখ করেননি। এরপর নোটিশ দিয়ে তার কাছ থেকে বিএসএফ থেকে বিতাড়িত হওয়ার জানতে চেয়ে বিএসএফ থেকে দেওয়া নো অবজেকশন সার্টিফিকেট দাখিলের নির্দেশ দেওয়া হয়,কিন্তু নির্বাচন কমিশন সূত্রে খবর এই নো অবজেকশন সার্টিফিকেট দেখতে অপারগ হন এই তেজ বাহাদুর যাদব।
সূত্রের খবর এসমস্ত একাধিক কারণে তেজ বাহাদুর যাদবের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।তেজ বাহাদুর পূর্বে অভিযোগ করেছিলেন , “আমার মনোনয়ন ভুলভাবে বাতিল করা হয়েছে ।আমায় গতকাল সন্ধে ৬টা ১৫-য় নথি জমা দিতে বলা হয়েছিল, আমরা নথি জমাও দিয়েছিলাম। তা সত্ত্বেও আমার মনোনয়ন বাতিল করে দেওয়া হয়েছে। আমরা সুপ্রিম কোর্টে যাব।”
উল্লেখ্য ২০১৭ সালে সেনা জওয়ানদের উন্নত মানের খাবার দেওয়া নিয়ে অভিযোগ তুলে প্রতিবাদে সরব হয়েছিলেন তৎকালীন সময়ে বিএসএফ এ কর্মরত এই তেজ বাহাদুর যাদব । তার অভিযোগ করা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই কেন্দ্র সরকারের দিকে আঙ্গুল তুলেছিল সাধারণ মানুষ।
এরপর হঠাৎই তেজ বাহাদুর যাদব কে চাকরি থেকে বরখাস্ত করা হয়।আর সেই প্রতিবাদী তেজ বাহাদুর যাদব প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করে বারাণসী থেকে প্রার্থী হবার উদ্দেশ্যে মনোনিবেশ করেছিলেন।কিন্তু তার মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়ায় আপাতত ভোটে দাঁড়ানো নিয়ে তার ভবিষ্যৎ অনিশ্চিত।তবে সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয় তেজ বাহাদুর যাদবকে এখন এই একটাই ভরসা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584