হরিদ্বারে ‘ধর্ম সংসদ’ সভায় ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর মামলায় সুপ্রিম কোর্টের নোটিশ উত্তরাখন্ড সরকারকে

0
60

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

গত ১৭ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর হরিদ্বারে ধর্ম সংসদের সভায় সংখ্যালঘুদের বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলা হয়েছে এই অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন সাংবাদিক কুরবান আলি ও পাটনা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অঞ্জনা প্রকাশ। সেই মামলায় উত্তরাখণ্ড সরকারকে নোটিস পাঠালো সুপ্রিমো কোর্ট। বুধবার প্রধান বিচারপতি এনভি রামানা, বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি হিমা কোহলির ডিভিশন বেঞ্চে ছিল এই মামলার শুনানি।

Haridwar
হরিদ্বারে ধর্ম সংসদ সভা

গত ১৭ ডিসেম্বর উত্তরাখণ্ডে যে ধর্ম সভার আয়োজিত হয় সেখানে একাধিক হিন্দুত্ববাদী ধর্মসংগঠনের পক্ষ থেকে বহু আমন্ত্রিত প্রতিনিধি যোগ দিয়েছিলেন। হিন্দুত্ববাদী এই ধর্মীয় সংগঠন গুলির প্রতিনিধিরা মূলত সকলেই সংখ্যালঘু সম্প্রদায়কে নিশানা করে একের পর এক বিতর্কিত ও উস্কানিমূলক মন্তব্য করতে থাকেন।

উল্লেখ্য, ধর্ম সংসদের সেই সভায় শুধুমাত্র আমন্ত্রিতদেরই প্রবেশাধিকার ছিল। রুদ্ধদ্বার এই সভায় সাধারণের প্রবেশাধিকার ছিল না। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি, সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে যায় ধর্ম সংসদের সভার সেই ভিডিও।

আরও পড়ুনঃ মনিপুরে এক বছরের জন্য সশস্ত্রবাহিনীর বিশেষ ক্ষমতা AFSPA-র মেয়াদ বাড়ালো কেন্দ্র

মামলাকারীদের আইনজীবী কপিল সিবল এদিন বলেন শুধু উত্তরাখণ্ড সরকার নয়, কেন্দ্রীয় সরকারকেও এই ইস্যুতে নোটিস দেওয়া উচিৎ বলে তাঁর মত। সিবল এদিন আদালতে বলেন, এই মামলায় যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে সর্বত্র এই ধরণের ধর্ম সভা হবে। এমনকি ভোটমুখী রাজ্যগুলিতেও এই সভা হতে চলেছে বলে সতর্ক করেন সিবল। তাঁর দাবি, এই ঘটনায় কারও বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে এই বিদ্বেষ ক্রমশ বাড়বে এবং ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে সমাজ।

আরও পড়ুনঃ ১৫ মার্চ, ২০২২ পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়ালো কেন্দ্র

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here