নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
হিজাব মামলায় কর্ণাটক হাইকোর্টের অন্তর্বর্তী আদেশে স্থগিতাদেশের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ছাত্রীরা। মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়ে একটি স্পেশাল লিভ পিটিশন দায়ের করা হয়। তবে দেশের প্রধান বিচারপতি এনভি রামানা সে আর্জি খারিজ করে জানিয়েছেন, নির্দিষ্ট সময়েই শুনানি হবে মামলার।
কর্ণাটক হাইকোর্ট বৃহস্পতিবারের শুনানিতে বলেছে যে, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যেন পড়ুয়ারা এমন কোন জামা কাপড় না পরেন যা নিয়ে কোন বিতর্ক সৃষ্টি হতে পারে। সুপ্রিম কোর্টে এক ছাত্রীর দায়ের করা আপিলটিতে বলা হয়েছে যে হাইকোর্ট মুসলিম ছাত্রীদের হিজাব পরার অনুমতি না দিয়ে তাদের মৌলিক অধিকার খর্ব করতে চেয়েছে। কর্ণাটক হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ১৪ ফেব্রুয়ারি।
ইতিমধ্যেই এই ইস্যুতে প্রতিবাদী ছাত্রীদের প্রতি সংহতি জানিয়ে এগিয়ে এসেছেন আরও অনেকেই। বেঙ্গালুরুর আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয় একটি বিবৃতি দিয়ে তাদের সমর্থন জানিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584