নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
দিল্লির মাত্রাছাড়া দূষণ বিষয়ে কেন্দ্রীয় সরকারকে দুদিনের লকডাউন করার পরামর্শ দিল সর্বোচ্চ আদালত। এ বিষয়ে জরুরিভিত্তিতে বৈঠক ডাকার নির্দেশ দিয়েছে আদালত।
প্রতি বছর দীপাবলির পর থেকেই ভয়ঙ্কর ধোঁয়াশায় ঢাকা পড়ে দিল্লির আকাশ। এবছরও তার অন্যথা হল না, বায়ুর গুণমানে শ্বাস আটকে আসছে দিল্লিবাসীর। গতকাল ছাড়িয়ে আজ সকালে দিল্লির বায়ুর মান সূচক ৫০০-তে পৌঁছয়, যা চলতি বছরের সর্বোচ্চ দূষণের মাত্রা। রাজধানীর এই পরিস্থিতিতেই প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানা। তিনি বলেন “এভাবে যদি চলতে থাকলে কীভাবে বাঁচব আমরা?”
এ বিষয়ে উষ্মা প্রকাশ করে প্রধান বিচারপতি বলেন, “দিল্লির বাতাসের মান সূচক নিয়ন্ত্রনে আনতে আপনাদের কী পরিকল্পনা রয়েছে? দু’দিনের লকডাউন?”
আরও পড়ুনঃ ফের ধোঁয়াশায় মুখ ঢাকল দিল্লিবাসীর, পরিবহণ ৩০ শতাংশ কমিয়ে আনার ভাবনা
প্রধান বিচারপতি এদিন আরও বলেন, “দিল্লির পরিস্থিতি খুব দ্রুত খারাপ হচ্ছে। সকলেই দেখতে পারছেন, বাড়ির ভিতরেও মাস্ক পরতে হচ্ছে।” অন্যদিকে দিল্লির প্রতিবেশী রাজ্য পাঞ্জাবকে দোষারোপ করে আদালতে কেন্দ্র জানায়, “জমিতে ফসলের অবশিষ্টাংশ পোড়ানো আটকাতে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তবে এ বিষয়ে রাজ্য সরকারেরও নজর দেওয়া উচিত। এই কারণেই দূষণের মাত্রা চরমে পৌঁছেছে।”
আরও পড়ুনঃ উঠে যাচ্ছে “স্পেশাল” তকমা, কমবে ভাড়াও, দীর্ঘ ২০ মাস পর স্বাভাবিক হতে চলেছে রেল পরিষেবা
এরপর প্রধান বিচারপতি বলেন, “বিষয়টি এমনভাবে দেখাচ্ছেন যে কৃষকদের কারণেই যেন দূষণ ছড়াচ্ছে? সেটা তো দূষণের একটি অংশ, বাকি কারণগুলির বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে? এমন কিছু করুন যাতে দু-তিনদিনে দূষণ পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রনে আসে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584