শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ
সোমবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে হাইকোর্টের একজন প্রাক্তন বিচারক উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে ঘটমান কৃষক আন্দোলন কেন্দ্রিক সহিংসতার নিয়ে উত্তর প্রদেশ পুলিশ যে তদন্ত চালাচ্ছে, তাঁর উপর নজরদারি চালাবেন। কারণ ৩ রা অক্টোবর লখিমপুরের হিংসায় যে চারজন কৃষক সহ আটজন নিহত হয়েছিল , তাঁর তদন্ত সঠিক পথে এগোচ্ছিল না বলে প্রতিক্রিয়া দেন সুপ্রিম কোর্ট।
তাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রমনার নেতৃত্বে এবং সিনিয়র আইনজীবী হরিশ সালভে ও গরিমা প্রসাদের প্রতিনিধিত্বে যে একটি বেঞ্চ গঠন করা হয়েছে, সেই বেঞ্চ কে আগামী শুক্রবার এর মধ্যে ৩ রা অক্টোবর এর ঘটনার সঠিক তদন্তের জন্য উত্তর প্রদেশ সরকার কে ঠিকঠাক তথ্য পেশ করতে বলেছেন।
এর আগে, গঠিত বেঞ্চ উত্তরপ্রদেশ সরকারকে সাক্ষী সুরক্ষা স্কিম, ২০১৮ এর অধীনে সাক্ষীদের সুরক্ষা প্রদান করার এবং ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ধারা ১৬৪ এর অধীনে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের সামনে অন্যান্য সাক্ষীদের বক্তব্য রেকর্ড করার এবং পরীক্ষা দ্রুত করার নির্দেশ দিয়েছিল। এছাড়াও বিশেষজ্ঞরা দ্বারা ডিজিট্যাল প্রমাণের নির্দেশ দেওয়া হয়। এই মামলায় পুলিশ এখনও পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র সহ ১৩ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
আরও পড়ুনঃ ছত্তিশগড়ে সহকর্মীর গুলিতে মৃত্যু ৪ জওয়ানের, আহত ৩
উল্লেখ্য, গত ৩ অক্টোবর কৃষকদের আন্দোলন চলাকালে হিংসায় চার কৃষক সহ আটজন এর মৃত্যু হয়। কেন্দ্রের তিন কৃষি আইনের প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ চলাকালে একটি এসইউভি-র ধাক্কায় চার কৃষকের মৃত্যু হয়েছিল। কৃষকরা ওই এলাকায় উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য্যর সফরের বিরোধিতা করে বিক্ষোভ দেখাচ্ছিলেন। সেই সময়ও চার কৃষককে পিষে দেয় গাড়ি। এরপর দুই বিজেপি কর্মী, গাড়ি চালককে পিটিয়ে খুন করা হয়। এক স্থানীয় সাংবাদিকও ওই হিংসায় নিহত হয়েছিলেন। কৃষক নেতারা দাবি করেছেন যে আশীষ মিশ্র একটি গাড়িতে ছিলেন যেটি বিক্ষোভকারীদের ছিটকে দেওয়ার অভিযোগ রয়েছে তবে মন্ত্রী এই অভিযোগ অস্বীকার করেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584